কাঁওয়াড় যাত্রায় অনুমতি কেন, যোগী সরকারের কাছে জবাব তলব শীর্ষ আদালতের
অতিমারি পরিস্থিতিতে কাঁওয়াড় যাত্রায় অনুমতি দেওয়ায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট।
গত বছরও কোভিড সঙ্কটের কারণে কাঁওয়াড় যাত্রা বাতিল করা হয়েছিল। এ বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে এবং যখন তৃতীয় ঢেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই পরিস্থিতিতে কাঁওয়াড় যাত্রার আয়োজন করা আদৌ যুক্তিযুক্ত কি না, তা নিয়েই ভাবনা চিন্তা চলছিল। কুম্ভমেলা নিয়ে বিতর্কের মাঝে আগেই কাওয়াড় যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। অন্য দিকে সেই পথে না হেঁটে মঙ্গলবার এই যাত্রায় অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তার পরেই এই বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। যোগী সরকারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করা হয়েছে।
Tag: English News Featured world

No comments: