১০ মাস পর করোনার প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া
২০২১ সালে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে করোনায় আক্রান্ত হয়ে শনিবার (১০ জুলাই) ৯০ বছর বয়স্ক এক নারী মারা গেছেন।
১০ মাস পর করোনার প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া
তিনি পরিবারের মানুষের সংস্পর্শে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
নিউ সাউথ ওয়েলসে এই দিন করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৭৭ জন, যা একদিনে ওই রাজ্যে সর্বোচ্চ নতুন আক্রান্তের রেকর্ড। এদের মধ্যে ১৩ জন আইসিউ রোগীসহ ৫২ জন হাসপাতালে রয়েছেন। বিবিসি আরও জানিয়েছে, শনিবার পর্যন্ত নিউ সাউথ ওয়েলসে মোট ৫৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া গত ১০ মাসে অস্ট্রেলিয়ায় প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলসে মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লেইন জানান, 'এখানে সংক্রমণের যে পরিস্থিতি, তাতে আগামীকাল যদি ১০০-এর কম সংক্রমণ ঘটে, তাহলে সেটি হবে বড় সুখবর।’ তিনি আশঙ্কা করে বলেন, আজকের পরিস্থিতিতে দেখে বোঝা যাচ্ছে আগামী দিনগুলোতে অবস্থা আরও খারাপ হবে।'
এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সম্প্রতি সিডনিতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার সেই লকডাউন তুলে নেওয়ার কথা থাকলেও সেটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
Tag: English News Featured world
No comments: