Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » যিনি মনে করেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয় তিনি প্রকৃত হিন্দু নন: ভাগবত




যিনি মনে করেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয় তিনি প্রকৃত হিন্দু নন: Bhagwat আরএসএসের সংখ্যালঘু সংগঠন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের বই প্রকাশ অনুষ্ঠানে এ দিন সম্প্রীতির বার্তা দেন

(Mohan Bhagwat)। যিনি মনে করেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয় তিনি প্রকৃত হিন্দু নন: Bhagwat নিজস্ব প্রতিবেদন: ইসলামের বিরোধী সঙ্ঘ। ভারতে ইসলাম সঙ্কটে। এমন ভয়ের বাতাবরণের বিরুদ্ধে মোকাবিলা করা দরকার। রবিবার একথা বললেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। মোদী সরকার ক্ষমতায় আসায় দেশে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ববাদী রাজনীতি চলছে বলে অভিযোগ উঠেছে। তা খণ্ডন করে ভাগবত ব্যাখ্যা দেন, দেশে সংখ্যালঘুরা বিপদে পড়লে সরব হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ। আরএসএসের সংখ্যালঘু সংগঠন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের বই প্রকাশ অনুষ্ঠানে এ দিন সম্প্রীতির বার্তা দেন ভাগবত (Mohan Bhagwat)। তিনি বলেন,'ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে ফারাক নেই। সকল ভারতবাসীর ডিএনএ এক বলে বিশ্বাস করে সঙ্ঘ। হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে বলতে পারি, আমরা ঐক্যবদ্ধ, আলাদা নই। যদি কেউ ভেবে থাকেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয় তাহলে তিনি প্রকৃত হিন্দু নন।' গোরক্ষার নামে হিংসারও সমালোচনা করেছেন ভাগবত। তাঁর কথায়, 'গরু পবিত্র প্রাণী। কিন্তু গরুর নামে হিংসা ক্ষমা করা যায় না। আইন আইনের পথে চলবে। নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। গোরক্ষার নামে যিনি মারধর করছেন আর যাই হোক তিনি হিন্দু নন।' উত্তরপ্রদেশে আগামী বছর ভোট। সেখানে ১৬ শতাংশের কাছাকাছি মুসলিম ভোটার। সেদিকে লক্ষ্য রেখেই কি ভাগবতের সম্প্রীতির পাঠ? রাজনীতির সঙ্গে সঙ্ঘের কোনও যোগ নেই মনে করিয়ে দেন ভাগবত। তিনি বলেন,'এটা ভাবমূর্তি পুনরুদ্ধার নয়। ভাবমূর্তি নিয়ে কোনওকালেই ভাবিত নয় সংগঠন। আমরা সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। কারও বিরুদ্ধে নয় বরং সকলকে নিয়ে কাজে বিশ্বাসী। কে কী ভাবল তাতে যায় আসে না। সঙ্ঘ নিজের কাজ চালিয়ে যাবে।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply