আবেদনময়ী ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন শ্রীলেখা
জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের মনের কথা অকপট বলে ফেলেন তিনি। কিছুকেই তোয়াক্কা করেন না। এদিকে খোলামেলা ও আবেদনময়ী পোস্ট করতেও সিদ্ধহস্ত শ্রীলেখা।
মঙ্গলবার (৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় নিজের আবেদনময়ী ছবি পোস্ট করে লেখেন, “সে দেশ খুঁজে পেলে জানিও/যেখানে প্যারালাল দৃষ্টিপথ অ্যাসপিরেশন/তোমাকে ভাবাবোই ভাবাবো/চুমুতে মেপে নেবো কলিশন।”
কদিন আগেই রাণা বসুর তোলা কিছু ছবি পোস্ট করেছিলেন শ্রীলেখা। তারই একটি ছবির মধ্যে লেখা ভালোবাসার শব্দগুলো। কবিতাটি তারই লেখা।
সাম্প্রতিক সময়ে বেশ রোমান্টিক মেজাজেই রয়েছেন শ্রীলেখা। যেটি নায়িকার পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়ে দিয়েছেন।
কদিন আগে পরিচালক অংশুমান প্রত্যুষের ছবির শুটিং করেছেন শ্রীলেখা। আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়।
Tag: Entertainment
No comments: