Euro cup-এ পরাজয়ের জের! মাঠের বাইরে Italian-দের আক্রমণ ইংরেজদের ইউরো কাপের ফাইনালের এমন একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে।
Euro cup-এ পরাজয়ের জের! মাঠের বাইরে Italian-দের আক্রমণ ইংরেজদের নিজস্ব প্রতিবেদন: ইউরো কাপের ফাইনালে জমাটি ম্যাচ হলেও ফাইনালে ইতালির কাছে পরাজয়ের পর চরম বিশৃঙ্খলা তৈরি হল ওয়েম্বলি স্টেডিয়ামের বাইরে। সেখানে ইতালির অনুরাগীদের এলোপাথাড়ি ঘুসি মারার অভিযোগ উঠেছে। নানা আক্রমণাত্মক ঘটনাও ঘটেছে ইতালির ফ্যানদের উপর, এমনটাই অভিযোগ। ইউরো কাপের ফাইনালের এমন একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। একজন সাধারণ পোশাকে ব্যক্তির ঘুষি খেয়ে পড়ে যান এক ব্যক্তি। একজন ব্যক্তিকে মাটিতে ফেলে কয়েকজন লাথি মারতে থাকেন। একজন বিয়ারের গ্লাসও ছুড়ে দেন, এমন আক্রমণের ভিডিও প্রকাশ্যে এসেছে। ২২ সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইংল্যান্ডের পতাকা গায়ে অনেকে একটি গেট দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে আসছেন। নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকানোর চেষ্টা করছেন। একটি অংশের দাবি, সাধারণ পোশাকে যাঁরা ছিলেন, তাঁরা আদতে নিরাপত্তা আধিকারিক। যদিও ইতালির অনুরাগীদের দাবি লাথি, কিল, ঘুষি চালিয়েছেন ইংরেজরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড টপকে ইংরেজ সমর্থকরা স্টেডিয়ামের দিকে আসার চেষ্টা করছেন। তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সমর্থকদের। এক সংবাদমাধ্যমকে এক ইংরেজ অনুরাগী জানিয়েছেন, বেশ কিছু ইংরেজরা মদ্যপ হয়ে রাস্তায় বিয়ারের গ্লাস, বোতল ছুড়তে দেখা যায়। স্টেডিয়ামের বাইরে রাস্তায় ভাঙা কাঁচ, ক্যান ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ইতালীয়দের দাবি, ইংরেজ সমর্থকেরা কেবল শারীরিক আঘাতই করেনই, ইতালির জাতীয় পতাকাকেও অপমান করা হয়েছে। প্রচুর জাতিগত নির্যাতনও সহ্য করতে হয়েছে তাঁদের, এমনটাই দাবি ইতালিয়ানদের।absolutely embarrassing from england fans, even more embarrassing now we lost. GROWN ASS MEN vandalising the streets of London just because of people passing a ball around for 90 minutes. pic.twitter.com/dfhiWnY3Gc
— Quincy ४ 💀🏴 (@Duplicity_Skull) July 12, 2021
No comments: