Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এই মুস্তাফিজকে দেখে বিস্মিত অস্ট্রেলিয়া




বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ। ছবি : বিসিবি আইপিএলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা আছে মোইজেস হেনরিকসের। আইপিএলের সুবাদে বেশ কাছ থেকেই এই বাংলাদেশি পেসারকে দেখেছেন হেনরিকস। কিন্তু, সেই মুস্তাফিজের সঙ্গে এখনকার মুস্তাফিজকে মেলাতেই পারছেন না অসি তারকা। ঘরের মাঠে মুস্তাফিজের বোলিং যে কতটা ধারালো, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেই বল হাতে বিরাট ভূমিকা রেখেছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে মাত্র ১৬ রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট। পরের ম্যাচে গতকাল পেয়েছেন তিনটি উইকেট, খরচ করেছেন ২৩ রান। মিরপুরের উইকেটে মুস্তাফিজের ধাঁধাতেই আটকে গেছেন অসি ব্যাটসম্যানেরা। বিশেষ করে স্লগ ওভারে মুস্তাফিজকে মোকাবিলা করার উপায় খুঁজে পাচ্ছেন না তাঁরা। গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে হেনরিকস বলেন, ‘মুস্তাফিজ দেখিয়েছে, কতটা দ্রুত মানিয়ে নিতে পারে সে। আমার মনে হয়, সে ২৩টি বা ২৪টিই স্লোয়ার বল করেছে, গতি দিয়ে একটি বলও করেনি (দ্বিতীয় ম্যাচে)। আইপিএল খেলার সময় সে এটা করে না মনে হয়। আইপিএলে হয়তো অর্ধেক বল স্লোয়ার করে, অর্ধেক গতি দিয়ে। কন্ডিশন খুব ভালো বুঝতে পেরেছে সে, কৃতিত্ব তারই। ভালো উইকেটেও তার স্লোয়ার বল খেলা কঠিন, এরকম উইকেটে তো বলাই বাহুল্য।’ মুস্তাফিজকে নিয়ে হেনরিকস আরও বলেন, ‘শরীরকে এমন কাজে লাগাতে পারা এক ব্যাপার, কিন্তু সে যেভাবে সঠিক লেংথে বল করে যায় (তাকে খেলা কঠিন)। খুবই স্মার্ট বোলিং এটা, কারণ প্রয়োজনে সে গতিময় বোলিংও করতে পারে। কিন্তু, কন্ডিশনকে কাজে লাগিয়ে সে নিজের পরিকল্পনায় অটল ছিল।’ হেনরিকসের আগে টানা দুই ম্যাচে পরাজয়ের হতাশা নিয়ে অসি অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘আমরা আজ ভালো পজিশনে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ চার ওভারের ব্যাটিং ভালো হয়নি। এটা খুবই হতাশাজনক। এই উইকেটে ১৩০-১৪০ রান পাওয়ার মতো অবস্থায় ছিলাম আমরা। সেই দিকেই এগোচ্ছিল ব্যাটিং। কিন্তু, তাদের বোলিং সব এলোমেলো করে দিল। সামনের ম্যাচগুলোতে আমরা আরও ভালো করার চেষ্টা করব। দুই দলের বোলারএরাই দারুণ খেলেছে। বোলারদের নিয়ে আমরা খুশি। কিন্তু ব্যাটিংটা ঠিকঠাক ছিল না।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply