Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আফগান ইস্যুতে বরিস-মার্কেল-ইমরানের ফোনালাপ




আফগান পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন কল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। আফগান ইস্যুতে বরিস-মার্কেল-ইমরানের ফোনালাপ মঙ্গলবার (১৭ আগস্ট) তারা আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। খবর ডনের। ইমরান খান পাকিস্তান ও এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের সর্বাধিক গুরুত্বের ওপর জোর দেন। তিনি জোর দিয়ে বলেছেন, নিরাপত্তার পাশাপাশি সব আফগানকে অধিকারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতা এগিয়ে যাওয়ার সেরা উপায়। তিনি বলেন, পাকিস্তান সব আফগান নেতাদের কাছে পৌঁছাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিযুক্ত থাকতে হবে, বিশেষ করে আফগানিস্তানের জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে। তিনি আফগানিস্তান থেকে কূটনৈতিক কর্মী ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের এবং অন্যদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান যে ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন তা তুলে ধরেন। জনসন ও মার্কেল আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির ব্যাপারে ইমরান খানের সঙ্গে সম্মত হয়েছেন। করোনা নিয়ন্ত্রণে পাকিস্তানের নেওয়া ব্যাপক পদক্ষেপের কথা তুলে ধরে ইমরান খান বলেন, যুক্তরাজ্যের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য শেয়ার করা হয়েছে এবং পাকিস্তানকে যুক্তরাজ্যের লাল তালিকা থেকে সরানোর আহ্বান জানানো হয়েছে। মার্কেলের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী পাকিস্তান ও জার্মানির মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে জার্মানির সঙ্গে সহযোগিতা বাড়াতে সবসময় প্রস্তুত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply