Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নীরবতা ভেঙে যা বললেন রোনালদো




কদিন ধরে দলবদল নিয়ে যেসব গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছিল, সেসব ছেঁটে দিলেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়োন রোনালদো। নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার জানিয়েছেন, এখন শুধু নিজের কাজ নিয়েই মনোযোগী তিনি। রোনালদোর দলবদল নিয়ে কথা হচ্ছে কয়েক দিন ধরে। খবর আসছে, সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে নাকি যোগ দিচ্ছেন রোনালদো। শুধু রিয়াল নয়, গুঞ্জন উঠেছে পিএসজিতে যোগ দেওয়া নিয়েও। এমনকি মার্কাসহ কিছু সংবাদমাধ্যমের রিউমার বলছে, ম্যানসিটিতেও রোনালদোর যোগ দেওয়া কথা নিয়ে। এর মধ্যে এল চিরিংগিতোর প্রতিবেদনে বলা হয়, জুভেন্টাস তারকার সঙ্গে নাকি যোগযোগ করেছে রিয়াল। এ সব শুনে আর চুপ করে থাকতে পারলেন না রোনালদো। নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা বিবৃতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন পর্তুগিজ তারকা। দলবদল নিয়ে রোনালদো লিখেছেন, ‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন, আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী। কথা কম, কাজ বেশি—ক্যারিয়ারের শুরু থেকে এটিই আমার পথনির্দেশক নীতি। যাই হোক, সম্প্রতি যা বলা হয়েছে এবং লেখা হয়েছে তার সবকিছু বিবেচনা করে, আমার অবস্থান পরিষ্কার করা দরকার। আমার ভবিষ্যৎ নিয়ে যেভাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে, সেটা অসম্মানজনক। এই গুজবে জড়িত ক্লাবগুলো, তাদের খেলোয়াড় ও কর্মীদের জন্যও বিষয়টি অসম্মানজনক। ‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়েছে। এটা রেকর্ড হয়ে আছে। শব্দ ও সংখ্যায়, ট্রফি ও শিরোপায়, রেকর্ডে ও শিরোনামে। এটা বার্নাব্যুর জাদুঘরে রয়েছে। এটি ক্লাবের প্রতিটি ভক্তের হৃদয়েও রয়েছে। আমি যা অর্জন করেছি তার বাইরেও দীর্ঘ ৯ বছর ক্লাবের অসাধারণ ভক্তদের সঙ্গে আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। সেই ভালোবাসা ও শ্রদ্ধা আমি আজও ধরে রেখেছি এবং সব সময় তা লালন করব। আমি জানি যে, রিয়াল মাদ্রিদের প্রকৃত ভক্তেরা আমাকে এখনও তাদের হৃদয়ে রেখেছে এবং ভবিষ্যতেও তাদের মনের মধ্যে থাকব।’ এরপর নিজের অবস্থান নিয়ে রোনালদো লিখেছেন, ‘স্পেনের এই সাম্প্রতিকতম পর্বের পাশাপাশি, বিভিন্ন লিগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আমাকে যুক্ত করার খবর ও গল্প প্রায়ই প্রকাশিত হয়েছে, যার সত্যিকারের সত্যতা খুঁজে বের করার চেষ্টা কেউ করেনি। আমি এখন নীরবতা ভেঙে বলছি যে, আমি মানুষকে আমার নাম নিয়ে খেলা করতে দেব না। আমি আমার ক্যারিয়ার ও কাজেই কেবল মনোনিবেশ করছি। আমাকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তার জন্য আমি প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। আর কিছু জানার আছে? বাকি সব শুধুই গুঞ্জন।’ এই মৌসুমে জুভেন্টাসেই থাকছেন রোনালদো। ইতালির ক্লাবটির সঙ্গে আরও ১২ মাস চুক্তি আছে তাঁর। কিন্তু, এখনই তাঁর দলবদলের খবরে গরম ফুটবলের বাজার। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। রিয়ালের হয়ে সর্বাধিক গোলদাতা রোনালদো। স্প্যানিশ ক্লাবটির হয়ে রেকর্ড ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করেন পর্তুগিজ তারকা। এ ছাড়া জিতেছেন চ্যাম্পিয়নস লিগের চারটি শিরোপা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply