Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » টিকার পরিবর্তে স্যালাইন পুশ, ফের আবেদন জার্মানির নিদারজাক্সেন অঙ্গরাজ্যে




টিকার পরিবর্তে স্যালাইন পুশ, ফের আবেদন

র ফ্রিজলান্ডে করোনা টিকার পরিবর্তে স্যালাইন নিয়ে প্রতারিত মানুষের সংখ্যা ১০ হাজারেরও বেশি। এ ঘটনার সত্যতা পাওয়ার পরই টিকাদান কেন্দ্রটিতে ভিড় করতে শুরু করেন প্রতারণার শিকার হওয়া মানুষ। আবেদন করেন ফের টিকা গ্রহণের। টিকার পরিবর্তে স্যালাইন পুশ, ফের আবেদন জার্মানির নিদারজাক্সেন অঙ্গরাজ্যের ফ্রিজলান্ডে করোনা টিকার পরিবর্তে স্যালাইন নিয়ে প্রতারিত মানুষের সংখ্যা ১০ হাজারেরও বেশি। এ ঘটনার সত্যতা পাওয়ার পরই টিকাদান কেন্দ্রটিতে ভিড় করতে শুরু করেন প্রতারণার শিকার হওয়া মানুষ। আবেদন করেন ফের টিকা গ্রহণের। তবে এবারই প্রথম নয় এর আগেও গেলো এপ্রিলে টিকাপ্রদানে কর্তব্যরত একই সেবিকার বিরুদ্ধে কমপক্ষে ৬ জনের দেহে টিকার ডোজের পরিবর্তে সাধারণ স্যালাইন পুশের অভিযোগ ওঠে। তখন বিষয়টি অতটা আমলে না নিলেও, নতুন করে বহু মানুষ প্রতারণার শিকার হওয়ায় নড়চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। আর জার্মানির মতো দেশে এই ধরনের অনিয়মে অবাক স্থানীয়রা। জার্মানের স্থানীয় এক বাসিন্দা বলেন, দেখুন অভিযুক্ত সেবিকা যদি ইচ্ছে করে এই কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে এটি গুরুতর অপরাধ, আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন। কিন্তু এভাবে হাজার হাজার মানুষের সঙ্গে প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। কিভাবে কেমন করে এটি হলো, কারা করলো তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ। এ ধরনের অভিজ্ঞতা প্রবাসী বাংলাদেশিদের জন্যও নতুন। তাই বিপত্তি এড়াতে সামনের দিনগুলোতে ভ্যাকসিন গ্রহণে আরো সচেতন হওয়ার পরামর্শ তাদের। নিদারজাক্সেন অঙ্গরাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে গুরুতর অপরাধ হিসেবে দেখলেও, দেশটির করোনাবিরোধী আলোচিত সংগঠন "বিকল্প চিন্তা" অভিযুক্ত সেই সেবিকার কোন দোষ দেখছে না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply