Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দেশ রক্ষার দায়িত্ব আফগানদেরই : যুক্তরাষ্ট্র




তালেবান যোদ্ধাদের হাত থেকে আফগানিস্তানকে রক্ষা করা দেশটির নিরাপত্তা বাহিনীরই দায়িত্ব বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার তালেবান যোদ্ধারা সীমান্ত শহর ও বাণিজ্যিক রুটগুলোসহ দেশটির ষষ্ঠ প্রাদেশিক রাজধানীর দখল নেওয়ার পর যুক্তরাষ্ট্র এ মন্তব্য করেছে। খবর রয়টার্সের। এদিন তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাকের নিয়ন্ত্রণ নেয়। এর মধ্য দিয়ে চার দিনে ছয়টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিল তালেবান যোদ্ধারা। সামাঙ্গান প্রদেশের ডেপুটি গভর্নর বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে বলেন, তালেবান শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। আইবাকের আইনপ্রণেতা জিয়াউদ্দিন জিয়া বলেন, ‘এই মুহূর্তে পুলিশ সদর দপ্তর ও প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ড নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আফগান বাহিনীগুলোর সঙ্গে লড়াই করছে তালেবানরা। তালেবানের কাছে রাজধানীর অনেক এলাকার পতন হয়েছে।’ এদিকে তালেবান জানায়, তাদের যোদ্ধারা শহরটির নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ হেডকোয়ার্টার্স, এমনকি বিভিন্ন ভবনও এখন তাদের দখলে। এর আগে শুক্রবার দক্ষিণের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ ও শনিবার উত্তরের জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে তালেবান। রোববার একদিনে তালেবান উত্তরাঞ্চলীয় তিন প্রদেশ কুন্দুজ, সার-ই-পুল ও তাখার প্রদেশের প্রাদেশিক রাজধানী তালেবান দখল করে নেয়। এ ছাড়া দেশটির সরকারি সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে তালেবানের। কান্দাহার, হেরাত ও লশকর গা’র বাসিন্দারা জানিয়েছেন, তাদের শহরের চারপাশে প্রচণ্ড লড়াই চলছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply