Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পেন্টাগনের বাইরে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা নিহত




মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বাইরে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আইনপ্রয়োগকারীর সংস্থাগুলোর তিনটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন ও দ্য পলিটিকো এমন খবর দিয়েছে। পেন্টাগনের বাইরে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা নিহত মঙ্গলবার (৩ আগস্ট ) টুইটবার্তায় এক কর্মকর্তা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সি। ভবনটির নিরাপত্তা দেখভালের দায়িত্ব এই সংস্থাটির। তারা বলছে, পেন্টাগনের এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ায় আমরা শোকাহত। তবে গোলাগুলির ঘটনার সত্যিকারের পরিস্থিতি এখনো পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। এ নিয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার জানিয়েছেন পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সির মুখপাত্র উডরো কুসি। এর আগে দুটি সূত্র জানিয়েছে, গোলাগুলির সময়ে ওই কর্মকর্তা আহত হয়েছিলেন। এক হামলাকারী তাকে ছুরিকাঘাত করেছেন। অন্যান্য কর্মকর্তারা তাৎক্ষণিক জবাব দিয়েছে এবং হামলাকারীকে গুলি করেছে। সে ভবনের ভিতরে প্রবেশ করার সুযোগ পায়নি। ব্রিফিংকালে উডরো কুসি বলেন, ভবনের বাইরে একটি বাস প্ল্যাটফর্মে ওই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। ঘটনা এখানেই শেষ হয়েছে। এখন আর কোনো হুমকি নেই। দ্বিতীয় কোনো সন্দেহভাজন আছে বলেও আমরা মনে করছি না। তিনি বলেন, গুলি বিনিময় হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ নিহত হয়েছেন বলে কোনো তথ্য নিশ্চিত করেননি তিনি। বাস প্লাটফর্মে গোলাগুলি হওয়ার পরে পেন্টাগন ভবনে লকডাউন ঘোষণা করা হয়েছে। কাউকে সেখান থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি। পরে সেই লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে। পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সি জানিয়েছে, লকডাউন উঠিয়ে নিয়ে পেন্টাগন আবার খুলে দেওয়া হয়েছে। তবে দুই নম্বর করিডর ও মেট্রো প্রবেশপথ বন্ধ থাকবে। আর পথচারীদের চলাচলের জন্য তৃতীয় করিডর উন্মুক্ত থাকবে। পেন্টাগনের সবচেয়ে বড় প্রবেশপথ মেট্রো বাস প্ল্যাটফর্ম। প্রতিদিন হাজার লোক এই পথ ব্যবহার করে ভবনটিতে প্রবেশ করেন এবং বেরিয়ে আসেন। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, নিহত পেন্টাগন ফোর্স প্রটেকশন কর্মকর্তার পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আজ ভোরে আহত হওয়ার পর তিনি মারা গেছেন। এ ঘটনায় তিনি পেন্টাগনের পতাকা অর্ধনমিত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply