sponsor

sponsor


Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পরী মণির বাসায় মিনিবার, মাদক দিতেন প্রযোজক রাজ--র‍্যাবের সংবাদ সম্মেলন
র‍্যাবের সংবাদ সম্মেলন পরী মণির বাসায় মিনিবার, মাদক দিতেন প্রযোজক রাজ

চিত্রনায়িকা পরী মণির বাসায় মিলেছে মিনিবার। সেখানে ডিজে পার্টি হতো। অনেকে সেখানে যাতায়াত করতেন। পরী মণিকে মাদক সরবরাহ করতেন প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ। আজ বৃহস্পতিবার রাজধানীর র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, একটি সিন্ডিকেট রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় ডিজে পার্টির আয়োজন করতো। এসব পার্টিতে অনেক অবৈধ কর্মকাণ্ড তৈরি হতো। তারা সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করতো। নজরুল রাজের ‘রাজ মাল্টিমিডিয়া’র অফিসে বিভিন্ন অপকর্ম হতো। তিনি কয়েকজন অবৈধ অর্থের জোগানদাতার নাম জানিয়েছেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। বিভিন্ন নাম উঠে এসেছে। সেগুলো আমরা যাচাই করছি। তদন্তের স্বার্থে এসব এখনই বলছি না। কারা আসতো-যেতো সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত কি না যাচাই-বাছাই করছি। তদন্তের স্বার্থে এখন বলছি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন জানান, পরী মণির মদ খাওয়ার লাইসেন্স থাকলেও তা ছিল মেয়াদ উত্তীর্ণ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বনানীর ১৯/এ রোডের ১২ নম্বর বাসায় চিত্রনায়িকা পরী মণির ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, এক ব্লট লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড বা এলএসডি, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও একটি বং পাইপ জব্দ করা হয়। আটক করা হয় পরী মণি, তাঁর কথিত মামা মো. আশরাফুল ইসলাম দীপু ও বাসার দারোয়ান মো. সবুজ আলী। রাত সোয়া ৮টার দিকে র‌্যাবের সাদা রঙের কালো গ্লাসযুক্ত একটি হায়েস গাড়িতে করে পরী মণিসহ তিনজনকে নিয়ে যাওয়া হয় র‍্যাবের সদর দপ্তরে। এদিকে, পরী মণির দেওয়া তথ্যে বুধবার রাত ৮টার দিকে র‍্যাবের একটি দল বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে। এ সময় তাঁর বাসা থেকে বিদেশি মদ, বিয়ার ও সিসার সরঞ্জাম উদ্ধার করা হয়


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply