Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আফগান সেনাবাহিনীর সঙ্গে তালেবানের লড়াই অব্যাহত রয়েছ




আফগান-তালেবানের তুমুল লড়াই চলছে

ে। ছোট ছোট শহর দখলের পর এবার বিভিন্ন প্রদেশের রাজধানী দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তালেবান। গুরুত্বপূর্ণ শহরের দখল নিতে চলছে তীব্র লড়াই। আফগান-তালেবানের তুমুল লড়াই চলছে এরইমধ্যে হেলমান্দ প্রদেশের ৭০টি শহর দখলে নিয়েছে তালেবান। অন্যদিকে, তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে রাজপথে তীব্র লড়াইয়ের পাশাপাশি গোষ্ঠীটির বিভিন্ন অবস্থানে বোমা হামলা শুরু করেছে আফগান বাহিনী। রোববার (০১ আগস্ট) কান্দাহারের ঝারাই এলাকায় তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় আফগান সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রকাশিত ছবিতে বিভিন্ন স্থাপনায় একের পর এক বোমা নিক্ষেপ করতে দেখা যায়। এদিকে তালেবানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সরকারি বাহিনী। তবে তালেবান হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলার পাল্টা জবাব হিসেবে এই বিমান হামলা বলে জানিয়েছেন সেনা কর্মককর্তারা। আফগান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজমল ওমর সিনওয়ারি বলেন, তিনটি শহরের নিরাপত্তা পরিস্থিতি খুবই নাজুক। বিশেষ করে লস্কর গাহ শহরের অবস্থা বেশি খারাপ। শত্রুরা কিছু কিছু এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন এলাকা দখলে নেয়ার চেষ্টা করছে। আমরা সেনারা তাদের প্রতিরোধে বিভিন্ন কৌশল অবলম্বন করছি। তাদের প্রতিহত করতে সবার আগে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এরপর হামলা চালনো হবে। তালেবানের অগ্রযাত্রা রুখে দিতে আফগান সরকারি বাহিনী কঠোর হলেও থেমে নেই সংঘর্ষ। প্রত্যন্ত অঞ্চল দখলে নেয়ার পর এবার বিভিন্ন প্রদেশের রাজধানী দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তালেবান। বিভিন্ন স্থানে চলছে ব্যাপক সংঘর্ষ। এরইমধ্যে হেলমান্দ প্রদেশের ৭০ শতাংশ এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে সশস্ত্র এ গোষ্ঠীটি। পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে মোতায়েন করা হয়েছে সরকারি বাহিনীর হাজার হাজার কমান্ডো। এছাড়া দক্ষিণাঞ্চলীয় লস্কর গাহে তালেবান অগ্রযাত্রা প্রতিহত করতে অতিরিক্ত সেনা চেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার (১ আগস্ট) এই শহরে দু'পক্ষের সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন বেসামারিক নাগরিক। মে মাসের শুরুতে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর দেশটিতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে শুরু হয় তুমুল লড়াই। বিস্তৃত দুর্গম এলাকা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলের পর তালেবানরা এখন প্রাদেশিক রাজধানীগুলোর নিয়ন্ত্রণ নিতে মরিয়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply