Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এবার ভারতের তৈরি বাঁধে তালেবানদের হামলা




বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তান দখলে নিতে মরিয়া সশস্ত্র গোষ্ঠী তালেবান। দেশটির হেরাত প্রদেশে ভারতের নির্মাণ করা বাঁধেও হামলা চালিয়েছে তারা। এবার ভারতের তৈরি বাঁধে তালেবানদের হামলা আফগানিস্তানের সরকারি বাহিনীর জোরালো অভিযান সত্ত্বেও তুমুল যুদ্ধে বিপাকে দেশটির সাধারণ নাগরিকরা। গেল কয়েকদিনেই হতাহত হয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। আফগানিস্তানের হেরাত প্রদেশে ভারতের নির্মাণ করা সালমা বাঁধে হামলা চালিয়েছে তালেবান। অবশ্য দেশটির সরকারি বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা। এর আগে গোলাবর্ষণে তেমন কোনো ক্ষতি না হলেও এবার বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে আফগান-তালেবান সংঘাতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকে। প্রাণভয়ে পালাচ্ছেন অনেক বেসামরিক নাগরিক। কেউ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন, কেউ পরিবার পরিজন নিয়ে ছুটছেন দিগ্বিদিক। অনেকে হারিয়েছেন শেষ সম্বলটুকুও। এক নারী বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর এলাকা ছাড়তে হয়েছে। তালেবানের গুলিতে মারা গেছেন তিনি। জানিনা এখন পরিবার নিয়ে কোথায় থাকব আমরা। আমাদের তো না খেয়েই মরে যেতে হবে। সঙ্গে আমার বাচ্চারা রয়েছে। আমি সবকিছু হারিয়েছি কিন্তু এখন ছেলেমেয়েগুলোকে হারানোর ভয় হচ্ছে। মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর থেকে বেড়েই চলেছে তালেবানের দৌরাত্ম্য। প্রাদেশিক রাজধানীসহ বিভিন্ন এলাকা দখলে নিতে মরিয়া তারা। লস্করগাহ, হেলমান্দসহ বিভিন্ন প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় তালেবান। আফগান বাহিনীও পাল্টা জবাব দিতে তালেবানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। গত ১৫ দিনে কয়েকশ মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। যারা নিহত হয়েছেন তাদের লাশও শনাক্ত করতে পারেনি পরিবারের লোকজন। মানুষ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে। দেশটির সরকারি বাহিনীর দাবি, তালেবান দমনে কাজ করে যাচ্ছে তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply