Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নতুন বাহানা অস্ট্রেলিয়া দলের!




নতুন বাহানা অজি ক্রিকেটারদের! বাংলার জমিনে যেন জমিদারের আগমন।

সফর ঘিরে ব্যাপারটা এমন মনে হতে পারে যে কারোরই। একের এক আবদার করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তাদের দাবি চাহিদা মাফিক পূরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চাহিদার যেন অন্ত নেই। একের পর এক শর্ত দিয়েই যাচ্ছে অজি কর্তৃপক্ষ। নতুন বাহানা অজি ক্রিকেটারদের! শর্তের ফুলঝুরিতে যোগ হলো আরও একটি অবাক করা শর্ত। খেলা শেষে বাংলাদেশের ক্রিকেটার কিংবা আম্পায়ারদের সাথে হাত মেলাবে না তারা। যা নতুন বাহানা অস্ট্রেলিয়া দলের। বাংলাদেশ সফরে আসার আগ থেকেই করোনার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার একের পর আবদার মিটিয়ে এক রকম ক্লান্ত বিসিবি। কিন্তু তারপরও নিত্যনতুন চাহিদা পূরণ করতে হচ্ছে। এই যেমন হাত তো মেলাবেই না এমনকি কনুইও মেলাবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চাওয়া আছে আরও একটা। আর তা হলো, ছক্কা হলে ওই বল আর ধরবে না অজি ক্রিকেটাররা। দিতে হবে নতুন বল। খেলা হবে নতুন বল দিয়েই। অর্থাৎ যতবারই ছক্কা হাঁকানোর ওই বল গ্যালারিতে আছড়ে পড়বে ততবারই পরিবর্তন হবে বলের। খেলা হবে নতুন বলে। করোনা পরবর্তীকালে ক্রিকেটে অনেক নিয়মের পরিবর্তন এসেছে। কিন্তু ছক্কা হাঁকানোর পর নতুন বল ব্যবহারের ব্যাপারটি এবারই প্রথম ঘটতে যাচ্ছে ক্রিকেটে। বিসিবিও অবশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে জামাই আদরের পুরোটা উজাড় করে দিতে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে। করোনার কারণে অজিদের দেওয়া অসংখ্য শর্ত মেনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা পূরণে আন্তরিকতার কমতি নেই বোর্ডের। সব শর্ত মেনেই শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে সিরিজ। এই প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বাংলার ক্রিকেটপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের। ৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ‌'হোম অব ক্রিকেট‌' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply