Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মিলিশিয়াদের সঙ্গে হাত মেলাতে মাজার-ই-শরিফে আশরাফ গনি




তালেবানের অগ্রযাত্রাকে সামনে রেখে আফগানিস্তানে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে বর্তমানে ৯টি তালেবানের নিয়ন্ত্রণে। মিলিশিয়াদের সঙ্গে হাত মেলাতে মাজার-ই-শরিফে আশরাফ গনি সর্বশেষ গজনি শহরে প্রবেশ করেছে তারা। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে। এরই মধ্যে তালেবানবিরোধী ঐতিহ্যবাহী মিলিশিয়াদের সঙ্গে বৈঠক করতে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে সফর করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বুধবার (১১ আগস্ট) সেনাপ্রধান ওয়ালি মোহাম্মদ আহমাদজাইরকে অপসারণের খবর নিশ্চিত করা হয়েছে। গত জুন থেকে তিনি ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তার উত্তরসূরিকে দেশজুড়ে তালেবানের সহিংসতা মোকাবিলা করতে হবে। নৃতাত্ত্বিক উজবেক নেতা আবদুল রশিদ দোস্তাম ও নৃতাত্ত্বিক নেতা আত্তা মোহাম্মদ নুরের সঙ্গে বৈঠক করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। দোস্তাম বলেন, তালেবান বেশ কয়েকবার উত্তরাঞ্চলে এসেছে। কিন্তু প্রতিবারই তারা ফাঁদে আটকা পড়ে গেছেন। আফগানিস্তানের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে যুদ্ধবাজ নেতাদের সবসময় দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেছেন আশরাফ গনি। কিন্তু তালেবানের হামলার মুখে এবার তাদের দারস্থ হতে হয়েছে তাকে। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে মাজার-ই-শরিফের অবস্থান। তালেবানের হাতে শহরটির পতন হলে উত্তর আফগানিস্তানের ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আশরাফ গনি সরকার। আফগানিস্তানের একটি বড় অর্থনৈতিক কেন্দ্র মাজার-ই-শরিফ। সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে দেশটির সরবরাহ পথ বলা হয় এই শহরটিকে। শহরটির গুরুত্ব উপলব্ধি করেই সেখানে সফর করেছেন আশরাফ গনি। সেখানকার স্থানীয় নেতা ও যুদ্ধবাজদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সর্বশেষ ১৯৯০-এর দশকে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান। তখন প্রতিদ্বন্দ্বী দোস্তামের সঙ্গে তাদের সন্ধি হওয়ায় খুব একটা প্রতিরোধের মুখে পড়তে হয়নি। এদিকে ত্রিশ দিনের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান বিদ্রোহীরা। আর নব্বই দিনে রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে তারা। বুধবার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এমন দাবি করেছেন। শুক্রবার থেকে শুরু করে এ পর্যন্ত ৯টি প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। তীব্র গতিতে তালেবানের অগ্রসরের মুখে কাবুল কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে প্রশ্ন করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এমন দাবি করেছেন। তবে এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তিনি গোয়েন্দাদের বরাত দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আফগান নিরাপত্তা বাহিনী জোরালোভাবে প্রতিরোধ গড়লে তালেবানকে থামিয়ে দেওয়া সম্ভব। কাজেই এ নিয়ে আগে থেকেই কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। বর্তমানে আফগানিস্তানের ৬৫ শতাংশ অংশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ভয় হচ্ছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা কূটনৈতিক কোয়ার্টার্সে ঢুকে আতঙ্ক তৈরি করতে পারেন। সবাই যাতে সেখান থেকে আগেভাগে ভেগে যান, তা নিশ্চিত করতে তারা হামলা চালাতে পারে। আফগানিস্তানের আরও তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে তালেবান বিদ্রোহীদের হাতে। মঙ্গলবার (১০ আগস্ট) একদিনেই তিনটিসহ এ পর্যন্ত মোট ৯টি প্রাদেশিক রাজধানীতে তারা পতাকা উড়িয়েছে। দেশটি থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই তালেবানের বিজয়ের ডঙ্কা বেজেই চলছে। এছাড়া উত্তরাঞ্চলীয় আফগান প্রদেশগুলোর সঙ্গে রাজধানী কাবুলকে সংযোগকারী প্রধান মহাসড়কের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা।-খবর রয়টার্সের সর্বশেষ বিজয়ী তিনটি প্রাদেশিক রাজধানী হচ্ছে—কাবুল থেকে দেড়শ কিলোমিটার উত্তরের বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহের একইনামের রাজধানী ও অসমতল বাদাখসানের রাজধানী ফাইজাবাদ। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ৯টি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply