sponsor

sponsor


Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » India vs England: ১৫১ রানে জয়! ক্লিনিক্যাল পারফরম্যান্সে লর্ডস টেস্ট জিতল ভারত
পয়মন্ত লর্ডসে দুরন্ত জয় ভারতের! নিজস্ব প্রতিবেদন: নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছিল ভারতকে। বৃষ্টি বাধ সাধায় প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছিল। কিন্তু লর্ডসে একেবারে ক্লিনিক্যাল পারফরম্যান্সে ভারত দ্বিতীয় টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল। 'হোম অফ ক্রিকেট' সাক্ষী থাকল বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের দুরন্ত ক্রিকেটের। লর্ডস টেস্টের পঞ্চম ও অন্তিম দিনেই ম্যাচের ফয়সলা হল। ম্যাচের সমীকরণ ছিল অত্যন্ত সোজা। জো রুটের ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ছিল ২৭২ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১০ উইকেট। ক্রিকেটীয় মস্তিষ্ক বলেই দিচ্ছিল যে, লর্ডস টেস্টে অ্যাডভান্টেজে ছিল ভারত। আর সেটাই ঘটল। ব্রিটিশ তারকা মঈন আলি গতকাল বলেই দিয়েছিলেন যে, ভারত আড়াইশোর ওপর লিড নিয়ে নিলে তাঁরা রীতিমতো চাপে পড়ে যাবেন। ভারত সেই চাপটাই ভাল মতো দিয়ে ম্যাচটা বার করে নিল। আরও পড়ুন: বোলারদের সৌজন্যে ২৭১ রানে লিড ভারতের, মাঠে উত্তপ্ত বাদানুবাদে Bumrah ও Buttler সোমবার ২৭১ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। সৌজন্যে অজিঙ্কা রাহানের ৬১ রানের ঝকঝকে ইনিংস ও শেষের দিকে দেশের দুই পেসারের ব্যাট হাতে দুরন্ত যুগলবন্দি। মহম্মদ শামি (৫৬ রান) ও জসপ্রীত বুমরাহ (৩৪ রান) অপরাজিত থাকেন চমকে দেওয়ার মতো ব্যাটিং করেন। ভারতীয় বোলাররাই এদিন ম্যাচের ভাগ্য লিখে দেন। মহম্মদ সিরাজ (৪ উইকেট), জসপ্রীত বুমরাহ (৩ উইকেট) আগুনে বোলিংয়ে ইংরেজ ব্যাটসম্যানদের সিরদাঁড়াটাই ভেঙে দিলেন। তাঁদের দারুণ সঙ্গ দিলেন ইশান্ত শর্মা (২ উইকেট) ও শামি (১ উইকেট)। মাত্র ১২০ রানে গুটিয়ে গেল রুট বাহিনী। দলের সর্বোচ্চ স্কোরার রুটই। প্রথম ইনিংসে সেঞ্চুরি (১৮০) হাঁকানো ব্রিটিশ ক্যাপ্টেন দ্বিতীয় ইনিংসে ৩৩ রান করেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলা রাহুলই হলেন ম্যাচের সেরা। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট লিডসের হেডিংলিতে। ২৫ অগাস্ট থেকে খেলা শুরু। আপাতত ৯ দিনের বিশ্রাম।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply