Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » চার কৃষককে হত্যার ঘটনা রাজ্য সরকার যেভাবে মোকাবিলা করেছে ভারতের সুপ্রিম কোর্ট কড়া সমালোচনা করেছেন।




উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিষ মিশ্র গাড়িচাপায় চার কৃষককে হত্যার ঘটনা রাজ্য সরকার যেভাবে মোকাবিলা করেছে দেশটির সুপ্রিম কোর্ট তার কড়া সমালোচনা করেছেন। শুক্রবার প্রধান বিচারপতি এনভি রামানা এ মামলার শুনানিকালে বলেন, 'আমরা এখন পর্যন্ত রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছি তাতে সন্তুষ্ট নই। আমরা সরকার ও পুলিশের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। গুলিসহ সেদিনের যেসব অভিযোগ এসেছে তা গুরুতর।' খবর এনডিটিভির। প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, 'আপনি কী বার্তা পাঠাচ্ছেন? এমন পরিস্থিতিতেও... পুলিশ কি তাৎক্ষণিকভাবে গিয়ে আসামিকে গ্রেপ্তার করবে না? বিষয়গুলো যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি।' গত রোববার উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে সহিংস ঘটনায় চার কৃষকসহ আটজন নিহত হন। সেখানে দুই মন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ সহিংস ঘটনা ঘটে। ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিষ মিশ্রের বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে চার কৃষককে হত্যার অভিযোগ এনে মামলা হয়। এরপর নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বাধার মুখে পড়েন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ এক ডজনের বেশি বিরোধী নেতা। এরপর সোমবার প্রিয়াঙ্কা গান্ধীসহ উত্তরপ্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় কুমার লাল্লু, দিপেনদার সিং হুদা ও দীপক সিংকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর দেশটিজুড়ে আন্দোলন তীব্র হয়ে ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় ওই মন্ত্রী ও তার ছেলের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী নেতারা। এরই মধ্যে ওই ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হননি মন্ত্রীপুত্র। ওই ঘটনার বিচার দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন উত্তরপ্রদেশের আইনজীবীরা। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে ওই আবেদনের শুনানি হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply