Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী সেই পাহাড়ি গরিলাটি মারা গেছ




সেলফি তুলে আলোড়ন তোলা সেই গরিলাটি মারা গেছে একটি পার্কের রেঞ্জারের সঙ্গে সেলফি তুলে

ে। শিশু অবস্থায় গরিলাটিকে উদ্ধার করেছিলেন ওই পার্ক রেঞ্জার। সেই প্রাণের বন্ধুর বুকে মাথা রেখে মারা যায় গরিলাটি। সেলফি তুলে আলোড়ন তোলা সেই গরিলাটি মারা গেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের খবরে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলের ভিরুংগা জাতীয় পার্কে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে। ছবিতে দেখা গেছে, তত্ত্বাবধায়ক আন্দ্রে বৌমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ওরফেনড এনডাকাসাই নামের গরিলাটি। মৃত্যুর সময় প্রাণীটির বয়স হয়েছিল ১৪ বছর। সশস্ত্র মিলিশিয়াদের গুলিতে নিহত মায়ের শরীর ঘেষে পড়ে থাকা অবস্থায় দুমাস বয়সী গরিলাটিকে উদ্ধার করা হয়েছিল। এরপর আরেকটি এতিম গরিলা এনডেজের সঙ্গে তাকে পার্কের সেনকেওয়াই কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। সেখানে ২০১৯ সালে পার্ক রেঞ্জার মাথিও স্যামাভুর সঙ্গে সেলফি তুলে ইন্টারনেট জগতে আলোড়ন তুলে গরিলাটি। সেনকেওয়াই কেন্দ্রে এক দশকেরও বেশি সময় ধরে যত্নের সঙ্গে বেড়ে উঠছিল সে। এক বিবৃতিতে জানায়, দীর্ঘ অসুস্থতার পর গেল ২৬ সেপ্টেম্বর ওরফেনড এনডাকাসাই মারা গেছে। তার মায়ের মৃত্যুর পর পার্ক রেঞ্জার আন্দ্রে বৌমা তাকে উদ্ধার করেছিল। আন্দ্রে বৌমা বলেন, এমন স্নেহশীল প্রাণীকে সহায়তা ও যত্ন করতে পারা ভাগ্যের ব্যাপার। অনেক কম বয়স থেকেই গরিলাটি অসুস্থ ছিল। যন্ত্রণায় ভুগছিল। তাকে বন্ধু বলে আমি গর্ববোধ করছি। তাকে একটি শিশুর মতো আমি ভালোবাসি। তার প্রফুল্ল ব্যক্তিত্ব আমার চেহারায় হাসি নিয়ে আসতো। তার সঙ্গে সবসময় কথা বলতাম আমি। তিনি আরও জানান, ভিরুংগার সবাই তাকে মনে করবো। সে আমাদের জীবনে যে সমৃদ্ধি নিয়ে এসেছিল, তাতে আমরা গর্বিত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply