Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ওমানকে হারিয়ে গ্রুপ সেরা স্কটল্যান্ড, বাংলাদেশ রানার্স আপ




ওমানকে ৮ উইকেটে হারিয়ে 'বি' গ্রুপে চ্যাম্পিয়ন স্কটল্যান্ড। শুরুতে ব্যাট করে ওমান সংগ্রহ করে ১২২ রান। জবাবে স্কটল্যান্ড ১৮ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পেয়েছে। স্কটল্যান্ডের এই জয়ে 'বি' গ্রুপে রানার্স আপ হলো বাংলাদেশ। বাছাইপর্বে তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় মূলপর্বে স্কটিশরা খেলবে গ্রুপ ২-এ, যেখানে আছে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, আফগানিস্তান। অন্যদিকে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হওয়া বাংলাদেশ পরের ধাপে পড়েছে গ্রুপ ১-, যেখানে তাদের সঙ্গী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। আরব আমেরাত স্টেডিয়ামে ১২৩ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে স্কটল্যান্ড তুলে ৩৩ রান। ১৯ বলে ২০ রান করে বিদায় নেন জর্জ মানসি। দ্বিতীয় উইকেটে ম্যাথু ক্রসকে নিয়ে এগোতে থাকে অধিনায়ক কাইল কোয়েটজার। ২৮ বলে ৪১ রান করে কোয়েটজার বিদায় নেন। ক্রস ও রিচি বেরিংটনের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। ছক্কা মেরে স্কটল্যান্ডের জয় নিশ্চিত করেন রিচি। ২১ বলে হার না মানা ৩১ রান করেন রিচি। ৩৫ বলদ ২৬ রানের ধীরগতির ইনিংস খেলেন ক্রস। স্কটল্যান্ড পায় ৮ উইকেটের জয়। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি ওপেনাররা। রানআউট হয়ে খালি হাতেই ওপেনার জাতিন্দর সিং।এরপর ৩ রানে ফেরেন কেশাপ প্রজাপতি। তৃতীয় উইকেট জুটিতে ব্যাট হাতে দুর্দান্তে খেলতে থাকেন ওপেনার আকিব এবং নাদিম। কিন্তু ৩৭ রানে ইলিয়াস এবং ২৫ রানে নাদিমের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে ওমান। ৩০ বল খেলে ৩৪ রান তুলেন জিসান। এছাড়া স্বন্দীপ ৫ রানে, নাসিম ২ রানে, সুরজ কুমার ৪ রানে, ফয়য়েজ ৭ রানে এবং বিলাল আউট হন ১ রানে। আর শূন্যরানে অপরাজিত থাকেন কাওয়ার আলি। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জস ডেভয়। এছাড়া দুটি করে সাফওয়ান শরিফ ও মিচেল লিস্ক এবং একটি উইকেট পেয়েছেন মার্ক ওয়াট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply