Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সুপার টুয়েলভে যেতে নামিবিয়ার চাই ১২৬ রান




আয়ারল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত সুপার টুয়েলভে যেতে আয়ারল্যান্ড ও নামিবিয়া—দুদলের জন্যই বাঁচা-মরার ম্যাচ এটি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেও ইনিংস খুব বেশি বড় করতে পারেনি আইরিশরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১২৫ রানে আটকে দিয়েছে নামিবিয়া। সুতরাং সুপার টুয়েলভে যেতে নামিবিয়ার করতে হবে ১২৬ রান। আজ শুক্রবার শারজাহতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান তুলতে আট উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে বেশ সাবধানী শুরু করে আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং ও কেবিন ও’ব্রায়েন মিলে আইরিশদের ভালো শুরু এনে দেন। শুরুর জুটিতে দুজন মিলে তুলেছেন ৬২ রান। এমন ভালো শুরুর পরও রানের গতি খুব একটা বাড়িয়ে নিতে পারেনি আইরিশরা। দুই ওপেনার ফিরে গেলে কমে যায় আইরিশদের রানের গতি। অষ্টম ওভারে ৩৮ রানে ফিরে যান পল স্টার্লিং। ২৪ বলে তাঁর ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ও এক ছক্কা। স্টার্লিং ফিরলে পরের ওভারে ফেরেন ও’ব্রায়েনও। ২৪ বলে ২৫ রানে থামেন তিনি। মাঝে আইরিশ ওপেনার অ্যান্ডি কিছুটা প্রতিরোধ গড়েন। কিন্তু ২১ রানের বেশি স্কোরবোর্ডে যোগ করতে পারেননি তিনি। তিন ব্যাটার ফেরার পর শুধু হতাশাই দেখেছে আইরিশরা। ফলে নির্ধারিত ওভারে বড় ইনিংস গড়তে পারেনি আয়ারল্যান্ড। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ তে খেলছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে টানা দুই জয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় দল হিসেবে নামিবিয়া ও আয়ারল্যান্ড থেকে যাবে একটি দল। এই গ্রুপে একটি জয়ের দেখাও পায়নি নেদারল্যান্ডস। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় লঙ্কানরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ওই ম্যাচে লঙ্কানরা জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে খেলবে তারা। ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে তাদের সঙ্গে কে যাচ্ছে, জানা যাবে আয়ারল্যান্ড ও নামিবিয়ার লড়াইয়ের পর। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার উপরে আছে শ্রীলঙ্কা। দুই পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে আছে নামিবিয়া ও আইরিশরা। সবার নিচে আছে নেদারল্যান্ডস। আজই শেষ হতে চলছে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। আগামীকাল শনিবার থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply