Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রোমে ফ্যাসিস্ট হিটলারের বন্ধু খ্যাতমুসোলিনির নাতনি বিপুল ভোটে বিজয়ী




রোমে ফ্যাসিস্ট মুসোলিনির নাতনি বিপুল ভোটে বিজয়ী ইতালির ফ্যাসিবাদী নেতা ও

বেনিতো মুসোলিনির নাতনি ‘রাকেলে মুসোলিনি’ সদ্য সমাপ্ত রোম সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন। ৪৭ বছর বয়সী রাকেলে প্রথমবার ২০১৬ সালে সামান্য ৬৫৭ ভোটের ব্যবধানে সাদামাটা জয় পেলেও এবারের নির্বাচনে গত ৩ ও ৪ অক্টোবর প্রায় ৮হাজার ২০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রবল ডানপন্থী অভিবাসন বিরোধী ফাতেল্লি ইতালিয়া দল থেকে মুসোলিনির নাতনির বিজয়কে গুরুত্বপূর্ণ সকল বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে। রাকেলের বাবা জাজ পিয়ানোবাদক রোমানো মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিবাদী নেতা স্বৈরশাসক বেনিতো মুসোলিনির চতুর্থ সন্তান। তবে ইতালির বিশ্বখ্যাত অভিনেত্রী সোফিয়া লরেন রাকেলে মুসোলিনির খালা হন। এক বিশ্লেষণে দেখা গেছে, মুসোলিনির বংশধররা বিভিন্ন ভাবে রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন। রাকেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আরেকজন প্রপৌত্র ‘কাইও জুলিও সিজার মুসোলিনি’ ২০১৯ সালের ইউরোপীয় পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হতে ব্যর্থ হয়েছিলেন। নির্বাচনে বিজয় লাভের পর রাকেলে মুসোলিনি বলেন, তার বিজয় অর্জন নির্ভর করছে অতীত কর্মকাণ্ড ও অনেক পরিশ্রমের জন্য। সেই ক্ষেত্রে তার দাদার পরিচয় তেমন গুরুত্ব বহন করেনি। আরও পড়ুন: ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল চিলি উল্লেখ্য, যে রাজধানী রোম সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী কাউন্সিলর রাকেলে মুসোলিনির দাদা বেনোত মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিবাদী স্বৈরশাসক। যিনি ১৯২২ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইতালি শাসন করেছিলেন। বলা হয়, হিটলারের ঘনিষ্ঠ বন্ধু ছিল মুসোলিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার হাজার নিরপরাধ, নিরস্ত্র মানুষকে হত্যা করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply