Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » স্কটল্যান্ডকে ১৯১ রানের চ্যালেঞ্জ দিল আফগানিস্তান




স্কটল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান ক্রিকেট দল। নজিবুলল্লাহ জাদরা, রহমতউল্লাহ গুরবাজ ও হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েন আফগানিস্তান। সোমবার আরব আমিরতের শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হযরতউল্লাহ জাজাই। ৫.৫ ওভারে দলীয় ৫৪ রানে ফেরেন শেহজাদ। তার আগে মাত্র ১৫ বলে দুটি চার ও এক ছক্কায় করেন ২২ রান। ৯.৫ ওভারে দলীয় ৪২ রানে ফেরেন আরেক ওপেনার হযরতউল্লাহ। তার আগে ৩০ বলে তিন চার ও তিন ছক্কা করেন ৪৪ রান। এরপর রহমতউল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৫২ বলে ৮৭ রানের জুটি গড়েন নজিবুল্লাহ জাদরান। ১৮.৩ ওভারে দলীয় ১৬৯ রানে ফেরেন রহমতউল্লাহ। তার আগে ৩৭ বলে এক চার আর ৪টি ছক্কায় করেন ৪৬ রান। এরপর অধিনায়ক মোহাম্মদ নবীর সঙ্গে শেষ দিকে মাত্র ৯ বলে ২১ রানের জুটি গড়েন নজিবুল্লাহ জাদরান। ৩৪ বলে ৫টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত থাকেন নজিবুল্লাহ। চার বলে দুটি চারের সাহায্যে ১১ রান করেন অধিনায়ক নবী। আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমতউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, মুজিব-উর রহমান ও নাভিন উল হক। স্কটল্যান্ড: জর্জ মুনসি, কাইল কোয়েতজার (অধিনায়ক), ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, কলাম ম্যাকলিওড, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াইট, জশ ডেভি, সাফায়ান শরিফ ও বার্ড উইল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply