SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আরিয়ানের গ্রেফতার আসলে ‘ডাইনি খোঁজার’ মতো: সুজান
বলিউডের ভেতরে ঐক্য থাকলেও সাধারণ মানুষের কটাক্ষ থেকে রেহাই নেই শাহরুখ খানের ছেলে আরিয়ানের। তারকা পরিবারের বিরুদ্ধে নানা সমালোচনা ধেয়ে আসছে। আরিয়ান গ্রেফতার হওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়েছেন লেখিকা শোভা দে। শাহরুখপুত্রের গ্রেফতার নিয়ে তার বক্তব্য ছিল— ‘এ ঘটনার পর সবার, বিশেষ করে অভিভাবকদের নড়েচড়ে বসা উচিত।’ তার সেই মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর শোভা ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘জরুরি’। সেই ছবির মন্তব্য বাক্সে বলি তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান নিজের মতামত প্রকাশ করেছেন। শোভা দের বক্তব্যের বিরোধিতা করে লিখেছেন— ‘আরিয়ানকে গ্রেফতার করা আসলে ‘ডাইনি খোঁজা’-র মতো। এখানে আরিয়ানের কোনো ভূমিকা নেই। সে কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিল। এ রকম ঘটনা দুঃখজনক। কারণ আরিয়ান খুবই ভালো ছেলে। আমি গৌরী ও শাহরুখের পাশে আছি।’ সুজানা ছাড়াও আরও কয়েকজন আরিয়ানের পক্ষে কথা বলেছেন। বিপক্ষের মন্তব্যের সংখ্যাও নেহাত কম নয়। কয়েকজন শিল্পী আরিয়ানের গ্রেফতারের খবর পেতেই টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন। পূজাভাট টুইটারে শাহরুখকে উল্লেখ করে লিখেছেন— ‘আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনো লাভ আপনার হবে না। কিন্তু মনে হলো তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।’ সুনীল শেঠি টুইট করেছেন— ‘তদন্ত তো শুরু হয়ে গেছে। এবার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।’ পরিচালক হন্সল মেহতা, ‘কভি হাঁ কভি না’ ছবিতে শাহরুখের সহঅভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তিও তাদের সমর্থন জানিয়েছেন।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply