Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান




স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সোমবার নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান। আসরে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে আফগানিস্তান। আইসিসির র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে সরাসরি অংশ নিয়েছে আফগানরা। শুরুর ম্যাচেই তারা পেয়েছে প্রথম পর্ব থেকে খেলে আসা স্কটল্যান্ডকে। প্রতিপক্ষকে নিয়ে স্বস্তি পেতেই পারে আফগানিস্তান। কারণ তাদের সঙ্গে হেড টু হেড লড়াইয়ে এগিয়ে আফগানরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের ছয় দেখায় সবগুলোতে জিতেছে তারা। যদিও এই ফরম্যাটে শেষবার দুই দল খেলেছে ২০১৬ সালে। বিশ্বকাপের বাছাইপর্ব খেলে আসতে হয়েছে স্কটিশদের। প্রথম পর্বে স্কটল্যান্ড টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে। ছন্দে থাকা দলটি প্রথম পর্বে হারিয়েছে বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও ওমানকে। এবার আফগানদের হারিয়ে মূল পর্বেও জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া কাইল কোয়েটজারের দল। স্কটল্যান্ড বিশ্বকাপ দল কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হ্যারিস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল। আফগানিস্তান বিশ্বকাপ দল রশিদ খান, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), করিম জানাত, হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, উসমান গনি, নাভীন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, দৌলত জাদরান, হাসমতউল্লাহ শহীদী, শাপুর জাদরান, মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), কায়েস আহমেদ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply