Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিল গেটসকে ইমরান খানের অনুরোধ




আফগানিস্তানের দরিদ্র-পীড়িত লোকজনকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (৫ অক্টোবর) বিল গেটসের সঙ্গে ফোনালাপের সময় যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে বলে উল্লেখ করেন ইমরান খান। তিনি বলেন, এসব মানুষের ভীষণ অর্থনৈতিক সহায়তা দরকার। আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন দুই নেতা। পাকিস্তানের পাশাপাশি পোলিও মহামারিতে আক্রান্ত একমাত্র দেশ আফগানিস্তান। দুই দেশ থেকে সংক্রামক ব্যাধি দূর করতে নিজেদের দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন তারা। পোলিও ভাইরাস উৎখাতে পাকিস্তানের সাম্প্রতিক সফলতা নিশ্চিত করতে আফগানিস্তানে পোলিওর টিকা কর্মসূচি শুরু করতে তারা আলোচনা করেন। পোলিও দূর করতে পাকিস্তানের অব্যাহত অগ্রগতির কথা বিল গেটসে জানিয়েছেন সাবেক এই ক্রিকেট তারকা। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-তালেবান নিয়ে ইমরানের স্পষ্ট বক্তব্য এ ক্ষেত্রে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অমূল্য সহায়তার প্রশংসা করেছেন ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানে চলতি বছরে মাত্র একটি ওয়াইল্ড পোলিওভাইরাস (ডব্লিউপিভি) সংক্রমণের ঘটনা ঘটেছে। এই ভাইরাসে পজিটিভ হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য কমেছে। দেশটিতে সব ধরনের পোলিওর অবসান ঘটাতে পাকিস্তান সরকারের অঙ্গীকারের প্রতি জোর দেন ইমরান খান। তবে এসব অগ্রগতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বিল গেটস। প্রতিশ্রুতি ব্যক্ত করে এই ধনকুবের বলেন, পোলিও ভাইরাসে পাকিস্তানের কোনো একটি শিশুও যাতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে না যায়, তা নিশ্চিত করতে আমরা সহায়তা করব। পাকিস্তানে করোনাভাইরাসের টিকা বিতরণের কর্মসূচির জন্য ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন প্রযুক্তিখাতের এই ধনকুবের। সরকারের নেতৃত্বাধীন বিভিন্ন কর্মসূচিতে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সহায়তা করবে বলেও তিনি জানান। এদিকে নাগরিকদের পাসপোর্ট দিতে চলতি সপ্তাহ থেকে ফের অফিস খুলছে, এমন খবর ছড়িয়ে পড়ার একদিন পর কাবুলের পাসপোর্ট অফিসে দেখা গেছে শত শত মানুষের ভিড়। বুধবার আফগানিস্তানের রাজধানীর পাসপোর্ট অফিসের ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তালেবান নিরাপত্তারক্ষীদের মাঝে মাঝে লাঠিপেটাও করতে হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply