Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » খুব সাবধান! সামরিক ক্ষমতা দেখাতে এলে বিপদ হবে, ভারতকে হুঁশিয়ারি Taliban-এর




কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তাদের যোগ নেই, দাবি তালিবানের। নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে (Afghanistan) শাসন কায়েম করা পর প্রথমবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল তালিবান (Taliban)। দু'দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর আর্জি জানিয়েছিল তারা। তবে এবার জঙ্গি সংগঠনটি মুখে উল্টো সুর। ভারতকে চরম হুঁশিয়ারি দিল তালিবান (Taliban)। জঙ্গি সংগঠনটির বার্তা, ভারত যদি আফগানিস্তানে কোনও ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর। তালিবান (Taliban) মুখপাত্র মহম্মদ সুহেল শাহিন (Muhammed Suhail Shaheen) জানায়, "ভারত আফগানস্তানে সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, এর ফল ওদের জন্যই ভাল হবে না। আফগানস্তানে অন্য দেশের সেনা থাকলে কী হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে।" আফগানিস্তানে (Afghanistan) তালিবান (Taliban) শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ গতি পাবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মহম্মদ সুহেল শাহিন (Muhammed Suhail Shaheen)। আরও পড়ুন: Nobel Prize in Literature: যন্ত্রণার মুখে ভাষা জুগিয়ে সাহিত্যে নোবেল পেলেন আবদুলরাজাক গুরনাহ কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তাদের যোগ নেই বলে দাবি করেছে তালিবান (Taliban) মুখপাত্র। এমনকী আফগানিস্তানে রাষ্ট্রদূতরাও সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন। আফগানদের পাশে দাঁড়িয়ে ভারত যে বছরের বছর ধরে দেশটিকে সাহায্য করে গিয়েছে, সেটারও প্রশংসা করেছে মহম্মদ সুহেল শাহিন (Muhammed Suhail Shaheen)। একই সঙ্গে ভারতকে কৃতজ্ঞতাও জানিয়েছে তিনি। আরও পড়ুন: Phillip Island: বিছে খেয়ে নিচ্ছে পাখি! প্রকৃতির আশ্চর্য খেয়াল এর আগে সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে তালিবান (Taliban)। দু'দেশের মধ্যে অসামরিক বিমান পরিবহণ শুরু করার জন্য ভারতের কাছে আর্জি জানায় দেশটি। ভারতের অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেল (DGCA) অরুন কুমারকে চিঠি লেখে আফগানিস্তানের (Afghanistan) অসামরিক বিমান পরিবহণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী আলহাজ হামিদুল্লাহ আখুনজাদা (Alhaj Hameedullah Akhunzada)।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply