Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন ভেঙে শেষটা রাঙাল শ্রীলঙ্কা




ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ম্যাচ। ছবি-সংগৃহীত লক্ষ্যটা ছিল খুব কঠিন। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ১৯০ রান। কিন্তু এই লক্ষ্য টপকাতে পারেনি ক্যারিবীয়রা। শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই হারের মধ্যে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে গেল কাইরন পোলার্ডের দল। টানা তিন পরাজয়ে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। এবার ওয়েস্ট ইন্ডিজের টিকে থাকার স্বপ্নও ভেঙে দিল লঙ্কানরা। ক্যারিবীয়দের বিদায় নিশ্চিত করে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ রাঙাল দাসুন সানাকার দল। আজ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন চারিথ আসালানকা। ৪১ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ বাউন্ডারি ও এক ছক্কায়। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ৩৪ বলে ৪৬ রান করেন নিকোলাস পুরান। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও ছয়টি বাউন্ডারি। এ ছাড়া ভালো রান করেন শিমরন হেটমায়ার। শেষ পর্যন্ত লড়াই করেন তিনি। খেলেন ৫৪ বলে ৮১ রানের ইনিংস। বাকিরা ব্যর্থ ছিলেন। ধারাবাহিক ব্যর্থ ছিলেন ক্রিস গেইল। পারেননি রাসেল-পোলার্ডরাও। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিল শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে কুশল পেরেরা ও পাথুম নিশানকা মিলে তোলেন ৪২ রান। ষষ্ঠ ওভারে পেরেরাকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। দুই বাউন্ডারি ও এক ছক্কায় ২১ বলে ২৯ রান করেন পেরেরা। পেরেরা ফিরলে চারিথ আসালানকা সঙ্গে দারুণ জুটি গড়েন নিশানকা। ওই জুটিতে ৬১ বলে শ্রীলঙ্কা পায় ৯১ রান। দলীয় ১৩৩ রানে ভয়ংকর হওয়া জুটিটি ভাঙেন ব্রাভো। ফিরিয়ে দেন নিশানকাকে। ব্রাভোর ফুল লেংন্থের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হেটমায়ারের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার। ৫১ রানে ফেরেন তিনি, ভাঙে তাদের দ্বিতীয় জুটি। ৪১ বলে তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। নিশানকা আউট হলেও ততক্ষণে থিতু হয়ে যান আসালানকা। সেট হয়ে তিনিও হাতখুলে খেলেন। ৩৩ বলে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। আসালানকা হাফসেঞ্চুরির পর আরো ভয়ংকর হয়ে ওঠেন। এরপর ফিল্ডিংয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ খালি হতাশাই দেখে। শ্রীলঙ্কান তারকাদের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৮৯ রানের বড় পুঁজি পায় তারা। ৬৮ রান করেন আসালানকা। এ ছাড়া ১৩ বলে ২২ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। আর শেষ দিকে ৬ রান করেন চামিকা করুনারত্নে। এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য স্রেফ নিয়মরক্ষার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য বাঁচা-মরার। আজ লঙ্কানদের হারাতে পারলেই টুর্নামেন্টের নকআউট পর্বে যাওয়ার আশা কিছুটা বেঁচে থাকত উইন্ডিজদের। কিন্তু সেই আশা বাঁচিয়ে রাখতে পারল না তারা। চলমান বিশ্বকাপে এই নিয়ে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করল শ্রীলঙ্কা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply