Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরের গাংনীতে নির্বাচনি সহিংসতায় দুই ভাই হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩




গাংনীতে নির্বাচনি সহিংসতায় দুই ভাই হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ মেহেরপুরের গাংনীতে নির্বাচনি সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬৬ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। ছ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে (ইউপি) নির্বাচনি সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। কাথুলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতিয়ার রহমানকে প্রধান আসামি করে ৬৬ জনের নামে এই মামলা হয়েছে। নিহতদের ভাই বেল্টু হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার মধ্যরাতে গাংনী থানায় মামলাটি করেন। এরই মধ্যে প্রধান আসামি আতিয়ার রহমানের ভাই মহাব্বত আলীসহ এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, নিহতদের ভাই বেল্টু হোসেন বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা করেছেন। মামলার নম্বর ০৯। মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এদিকে হত্যাকান্ডের পর থেকে লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। গত সোমবার সকালে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের ইউপি সদস্য প্রার্থী স্থানীয় আওয়ামী লীগকর্মী আজমাইন হোসেন টুটুল ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের সহযোগিরা দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আজমাইন হোসেন টুটুলের কর্মী ও মামাতো দুই ভাই জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply