Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অবশেষে বার্সেলোনার ডাগআউটে ফিরল লিজেন্ডারি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ




বার্সেলোনার কোচ হলেন জাভি

। কাতারের আল সাদ স্প্যানিশ কোচকে ছাড়তে সম্মতি দেওয়ায় সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। গত ২৭ অক্টোবর লা লিগায় রায়ো ভালেকানোর কাছে পরাজয়ের বরখাস্ত হয় রোনাল্ড কোম্যান। এখন বিপদসংকুল বার্সেলোনাকে স্থিরতা দেওয়ার জন্য আরেকজন ক্লাব লেজেন্ডের শরণাপন্ন হলো কাতালান ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বারহুয়ানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন জাভি। আল সাদের প্রধান নির্বাহী তুর্কি আল আলী বলেছেন, ‘চুক্তিতে অন্তর্ভুক্ত রিলিজ ক্লজ পরিশোধের পর আল সাদ জাভিকে বার্সায় যেতে সম্মতি দিয়েছে। ভবিষ্যতে বার্সাকে সহযোগিতা করার ব্যাপারে রাজি হয়েছি। আল সাদের ইতিহাসে জাভি গুরুত্বপূর্ণ একজন এবং আমরা তাকে শুভকামনা জানাই।’ কোম্যানের জায়গায় জাভিই ছিলেন একমাত্র প্রার্থী। কিন্তু তার সামনে একমাত্র বাধা ছিল আল সাদের সঙ্গে অঙ্গীকারনামা। কাতারি ক্লাবের কোচের দায়িত্বে তিনি। মওসুমের মাঝপথে তাকে ছাড়তে চাইছিল না আল সাদ। ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আটটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগসহ ২৫ ট্রফি জিতেছেন ন্যু ক্যাম্পে। বার্সার ইতিহাসের সবচেয়ে গোছালো খেলোয়াড় জাভি। মেসির পেছনে পড়ার আগে ৭৬৭ ম্যাচ খেলে তিনিই ছিলেন বার্সার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। গোল ৮৫টি ও অ্যাসিস্ট ১৮৫টি। জাভি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার আর সাবেক ক্লাবের দেওয়া প্রস্তাব ফেরাতে পারেননি। তার সাবেক ক্লাব আল সাদও রিলিজ ক্লোজের অর্থ পাওয়ার পর জাভিকে ছেড়ে দিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply