Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্ষেতে মিলল সোনার বাইবেল, কপাল খুলল দম্পতির




চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে পাঁচ গ্রাম ওজনের সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি। সোনার সেই বাইবেল পেয়ে মুহূর্তেই ভাগ্য বদলে গেলো তাদের। কারণ সেই ছোট্ট সোনার বাইবেলের মূল্য অন্তত এক লাখ পাউন্ড। শনিবার (১৩ নভেম্বর) এ খবর জানিয়েছে আনন্দবাজার ও বিবিসি। ক্ষেতে মিলল সোনার বাইবেল, কপাল খুলল দম্পতির যুক্তরাজ্যের ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে ও তার স্বামী দুজনেই শখের বশে পুরোনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরোনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকে থাকেন। বাফি পেশায় একজন নার্সও। সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তারা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন দুজনে। কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। প্রায় পাঁচ ইঞ্চি খোলার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন। সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে পরবর্তীকালে দুর্মূল্য সোনার বাইবেল হতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পাননি দুজনে। পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। সোনালি বস্তুটি আদপে একটি সোনার বাইবেল! আরও পড়ুন: এই ৫ ধনীর কাছে ‘দুধের শিশু’ বেজোস বাফি জানিয়েছেন, সোনার বাইবেলের দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার এবং ওজন প্রায় পাঁচ গ্রাম। ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছিল বাইবেলটিতে। খোঁজ-খবর নিয়ে বাফি জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের বাইবেল সেটি। বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ডের রাজত্বকালে সম্ভবত কোনো নারী আত্মীয়কে উপহার হিসেবে এ বাইবেল দিয়েছিলেন রাজা। পঞ্চদশ শতকে ‘হাউস অব ইয়র্কে’র সর্বশেষ রাজা হিসেবে ইংল্যান্ড শাসন করেন তৃতীয় রিচার্ড। ৩২ বছর বয়সী ইংল্যান্ডের এ রাজা ১৪৮৫ সালের বসওর্থের গৃহযুদ্ধে মারা যান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply