Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন, অভিযোগ মাক্রোঁর




পারমাণবিক সাবমেরিন বিক্রি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ইতালির রোমে আয়োজিত জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সাবমেরিন চুক্তি নিয়ে এখনও টানাপোড়েন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে। ইতালির রোমে আয়োজিত জি-২০ সম্মেলনে অংশ নিতে গেলে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যকার সাবমেরিন চুক্তিটি বাতিল হওয়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। পারমাণবিক সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বার্তাসংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে যে সাবমেরিন দেয়ার কথা তা বর্তমানে দেশটির প্রতিরক্ষার প্রয়োজন মেটাতে সমর্থ নয়। যার কারণে ফ্রান্স থেকে সাবমেরিন কেনার চুক্তি থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার ও চীনের প্রভাব মোকাবিলায় সম্প্রতি নতুন এক ত্রিদেশীয় জোট গঠন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহের একটি চুক্তিও করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই চুক্তির কারণে বিশাল অঙ্কের লোকসান গুণতে হয় ফ্রান্সকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply