Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বে করোনায় ৫ হাজারের বেশি মৃত্যু




করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫ হাজার ৩৬৩ জনের মৃত্যু এবং ৩ লাখ ৫৭ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ১০ লাখ ২ হাজার ৮৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৭০ হাজার ৩৯৩ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৬৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ৫৭ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৪০০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৩৮ জন। ভারতে মারা গেছেন ৩০৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪১ জন। এ ছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ১৪০ জন, তুরস্কে ১৮৭ জন, ইউক্রেনে ৪৭৩ জন, মেক্সিকোতে ৬০ এবং ফিলিপাইনে ৯১ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply