Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জানি যুদ্ধটা কঠিন', নাকে নল, মাথায় চুল নেই, ছবি দিয়ে ক্যানসার আক্রান্তদের পাশে মনীষা




অদম্য জেদ আর সাহস নিয়ে মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে হাসিমুখে লড়াই করেছেন মনীষা কৈরালা। Manisha Koirala: 'জানি যুদ্ধটা কঠিন', নাকে নল, মাথায় চুল নেই, ছবি দিয়ে ক্যানসার আক্রান্তদের পাশে মনীষা ফোটো- ইনস্টাগ্রাম নিজস্ব প্রতিবেদন: হাসপাতালের বিছানায় কষ্টের দিনগুলোর স্মৃতি এখনও ভোলেননি নায়িকা। অদম্য জেদ আর সাহস নিয়ে মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে হাসিমুখে লড়াই করেছেন মনীষা কৈরালা। এদিন তাঁর পোস্ট করা ছবি সেই পুরনো দিনের কথাই মনে করিয়ে দিল। নাকে- মুখে গোঁজা বিভিন্ন নল, মাথায় চুল নেই তবু মুখে হাসি। মারণরোগকে জয় করেছিলেন তিনি। ক্যানসার আক্রান্তদের সাহস জোগাতে হাসপাতালের সেই ছবিই পোস্ট করলেন নায়িকা। ২০১২ সালে এই কঠিন রোগে আক্রান্ত হওয়ার কথা প্রথম জেনে ছিলেন অভিনেত্রী। এরপর লম্বা যুদ্ধ। একটানা তিন বছর। অবশেষে যুদ্ধ জয়। চারটি ছবির মধ্যে প্রত্যেকটিতেই মনীষার মুখে হাসি। আরও পড়ুন, 'টাকার থেকে বেশি শত্রু বানিয়েছি, এবার অনেকের মুখ বন্ধ হবে' বিস্ফোরক পদ্মশ্রী Kangana কোনও ছবিতে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। সারা শরীরে নল লাগানো রয়েছে। লড়াই যে কঠিন ছিল তা ছবির মাধ্যমেই বুঝিয়েছেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁর মাথায় চুল নেই। ২০১২ সালের পর থেকে তাঁর জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি এভাবেই তুলে ধরেছেন মনীষা। পোস্টে অভিনেত্রী লিখলেন, ‘সেই সব মানুষকে সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই, যাঁরা ক্যানসারের মতো রোগের সঙ্গে সময় কাটাচ্ছেন এখন। ভালবাসা পাঠালাম সবাইকে। আমি জানি, এই যুদ্ধ বড্ড কঠিন, কিন্তু আপনি তাঁর থেকেও কঠিন, শক্তিশালী।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply