ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সোমবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
upay
এতে বলা হয়, বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ফুলকোর্ট সভায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি ও অধস্তন দেওয়ানি আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত আলোচ্য সূচিতে রাখা হয়েছে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
Tag: English News politics
No comments: