Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সর্বাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ আনছে চীন, টার্গেট যুক্তরাষ্ট্র!




সর্বাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ আনছে চীন, টার্গেট যুক্তরাষ্ট্র! যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের অত্যাধুনিক বিমানবাহী যুদ্ধ জাহাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীতে যুক্ত করতে যাচ্ছে চীন। মার্কিন সংবাদ মাধ্যম জানায়, ওয়াশিংটন-ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্কের স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণ অনুসারে, নতুন চীনা বিমানবাহী রণতরী তার প্রতিপক্ষ মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজের প্রায় সমান প্রযুক্তির সক্ষমতা রয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখেছে, টাইপ জিরো জিরো থ্রি নামে পরিচিত ওই বিমানবাহী যুদ্ধজাহাজ ২৩ অক্টোবর সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে একেবারে তৈরির শেষ প্রান্তে রয়েছে৷ সিএনএন জানায়, যুদ্ধ জাহাজের ভেতরের এবং বাইরের উপাদানগুলির মধ্যে পাওয়ার প্ল্যান্ট এবং এয়ারক্রাফ্ট লঞ্চিং সিস্টেম লাগানো শেষ হয়েছে । কিছু যন্ত্রাংশ যেমন রাডার এবং অস্ত্র ব্যবস্থা এখন লাগানো বাকি আছে বলে মনে করা হচ্ছে। সিএসআইএস জানায়, জিয়াংনান থেকে প্রাপ্ত তথ্য এবং পর্যবেক্ষণের অগ্রগতির উপর ভিত্তি করে এটুকু বলা সম্ভব হচ্ছে টাইপ জিরো জিরো থ্রি প্রায় তিন থেকে ছয় মাসের মধ্যে চালু হবে। সিএসআইএস জানায়, সেপ্টেম্বর ২০২১ থেকে টাইপ টাইপ জিরো জিরো থ্রি-এর জিয়াংনান শিপইয়ার্ডের ডেকে দৃশ্যমান রয়েছেন।তারা জানাচ্ছে, বিমানবাহী যুদ্ধজাহাজটি তৈরি হলে সেটি হবে চীনের তৃতীয় বিমানবাহী রণতরী। সেই সঙ্গে চীনের তৈরি দ্বিতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ। । আরও পড়ুনঃ অবশেষে-আফগানিস্তানে-ফিরলেন-তালেবান-নেতা-স্তানিকজাই আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, টাইপ জিরো জিরো থ্রি চীনের আগের দুইটি বিমানবাহী যুদ্ধ জাহাজের থেকে উন্নত বিমান উৎক্ষেপণ প্রযুক্তি বৈশিষ্ট্যযুক্ত হবে। এই ধরনের ব্যবস্থা সাধারণত যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেখা যায় । সিএসআইএস এর চীন প্রজেক্টের সিনিয়র ফেলো ম্যাথিউ ফুনাইওল বলেন, টাইপ জিরো জিরো থ্রি হবে চীনা সামরিক বাহিনীর "প্রথম অত্যাধুনিক বিমানবাহী রণতরী" । তিনি আরও বলেন, চীন অত্যাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তারা সেটি করে দেখাতে সক্ষম হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply