Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » WT20: দেশ নয় IPL আগে! ভারতের কয়েকজনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ Kapil Dev-এর




২০০৭ সালের পর এ বার প্রথমার্ধ থেকেই বিদায় নিয়েছ তারকাখচিত টিম ইন্ডিয়া। নিজস্ব প্রতিবেদন: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) লিগ পর্ব থেকে ভারত (Team India) বিদায় নেওয়ার জন্য আইপিএলকে (IPL) কাঠগড়ায় দাঁড় করালেন কপিল দেব (Kapil Dev)। বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের মারাত্মক অভিযোগ, জাতীয় দলের হয়ে পারফরম্যান্স করার চেয়ে কয়েক জন ক্রিকেটার ক্রোড়পতি লিগকে প্রাধান্য দিয়ে ফেলেছেন। সেই জন্য বিরাট কোহলির (Virat Kohli) দলের বিসর্জন ঘটে গেল বলে মনে করেন তিনি। এমন ঘটনার জন্য যাতে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের সুনাম যাতে নষ্ট না হয়, সেই জন্য বিসিসিআই (BCCI) কর্তাদের আরও সজাগ হওয়ার পরামর্শ দিলেন কপিল। টিম ইন্ডিয়ার কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে কপিল সটান বলে দেন, "কয়েকজন ক্রিকেটার যদি দেশের হয়ে খেলার থেকে আইপিএল-কে বেশি প্রাধান্য দেয় তাহলে আর কিছু বলার থাকে না। আমি ওদের আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহল নই, তাই সে বিষয়ে বেশি কিছু বলতে পারব না। তবে আমার মতে দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেওয়া উচিত। তারপরে আসবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট। বর্তমান যুগে এগিয়ে যেতে হলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা খুব দরকার। কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সেটা করা কাম্য নয়। আর সেই জন্য বিসিসিআই-এর এই দিকে আরও গুরুত্ব দেওয়া উচিত। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সেটা মাথায় রেখে আরও ভাল ভাবে দায়িত্ব সহকারে পরিকল্পনা করার দরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply