Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » Ashes Series: বিধ্বংসী বোলান্ডে কুপোকাত ইংল্যান্ড, দুই টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ জয়ী অস্ট্রেলিয়া




সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই পরিষ্কার হয়ে গিয়েছিল জয়ের রাস্তা। আর দু’টি টেস্ট বাকি থাকতে মঙ্গলবারই অ্যাসেজের ট্রফি ঘরে তুলল অস্ট্রেলিয়া। পাঁচদিনের ক্রিকেটে অভিষেক ঘটানো স্কট বোলান্ডের ঝোড়ো বোলিংয়ে তছনছ হয়ে গেল ইংলিশ ব্যাটিং লাইন আপ। এক ইনিংস এবং ১৪ রানে তৃতীয় টেস্ট জিতে ফের অ্যাশেজের (Ashes Series) দখল নিল অজিবাহিনী। তৃতীয় টেস্টে নিষ্ঠুরতম বোলিং করে ইংল্যান্ডকে রীতিমতো লজ্জায় ফেলে দিলেন ৩২ বছরের বোলান্ড। টেস্টে মাত্র ৭রান দিয়ে ছ’টা উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন তিনি। আর তাতেই নিভল ইংল্যান্ডের যাবতীয় আশার আলো। চার উইকেট খুইয়ে ৩১ রানে ইংল্যান্ড শেষ করেছিল দ্বিতীয় দিনের খেলা। আর তৃতীয় দিনের শুরুতেই নামে ধস। ঐতিহ্যবাহী সম্মানের সিরিজে ৬৮ রানে গুটিয়ে যায় জো রুটদের দ্বিতীয় ইনিংস। ২৮ রানে রুট প্যাভিলিয়নে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ। ফলে আর দ্বিতীয় ইনিংসে নামারই প্রয়োজন হল না অস্ট্রেলিয়ার। [আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে চমক মনোজ তিওয়ারির, সেঞ্চুরি হাঁকালেন মন্ত্রীমশাই] সতীর্থর চোটের কারণে ঘরের মাঠে প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে খেলার সুযোগ পেয়েই বিধ্বংসী মেজাজে ধরা দেন বোলান্ড (Scott Boland)। ১৯ বলে দ্রুততম পাঁচটি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলেন এই পেসার। অ্যাশেজ জিতে বোলান্ডের ঝোড়ো পেসের প্রশংসা শোনা গেল ক্যাপ্টেন কামিন্সের গলাতেও। “স্কট বোলান্ডের কথা ভাবলেই দারুণ লাগছে। আমরা অপ্রতিরোধ্য ছিলাম। প্রথম থেকেই যা যা পরিকল্পনা ছিল, সবই কাজে দিয়েছে।” বলে দেন কামিন্স। বোলান্ডের পাশাপাশি তিন উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিলেন মিচেল স্টার্কও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply