Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বেলারুশের বিরোধীদলীয় নেতার ১৮ বছরের কারাদণ্ড




বেলারুশের বিরোধীদলীয় নেতা সের্গেই তিখানোভস্কি বেলারুশের বিরোধীদলীয় নেতা সের্গেই তিখানোভস্কিকে কারাগারে পাঠিয়েছে দেশটির ক্ষমতাসীন আলেক্সান্ডার লুকাশেঙ্কো সরকার। লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে ১৮ বছরের জেল দিয়েছেন আদালত। খবর বিবিসির। তিখানোভস্কির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। এর মধ্যে দাঙ্গা সংগঠিত করার অভিযোগে তাঁকে রুদ্ধদ্বার বিচারে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হলো। ২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছিলেন তিখানোভস্কি। কিন্তু ভোটগ্রহণের দিন আসার আগেই তাঁকে আটক করা হয়। তিখানভস্কির অবর্তমানে তাঁর স্ত্রী সেভেৎলানা তিখানোভস্কি গত বছর অগাস্টের নির্বাচনে লুকাশেঙ্কোর বিরুদ্ধে লড়াই করেন। বিতর্কিত ওই নির্বাচনে জয় পাওয়ার দাবি করেন তিনি। কিন্তু তাঁকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। পরে নিরাপত্তার শঙ্কায় সন্তানদের নিয়ে দেশ ছাড়েন সেভেৎলানা। মঙ্গলবার বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গোমেল শহরের এক আদালতের দেওয়া রায়ে স্বামী তিখানোভস্কির কারাদণ্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সেভেৎলাসা। তিনি আদালতের রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিখানোভস্কিকে দেওয়া সাজা প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ‘প্রতিশোধ’ নেওয়ারই সামিল বলে বর্ণনা করেছেন। এদিকে রাষ্ট্রীয় পত্রিকা সোভেৎস্কায়া বেলারুশ বলেছে, তিখানোভস্কির পাশাপাশি বিরোধীদলীয় আরও পাঁচ নেতার বিচার করা হয়েছে। তাদেরকে ১৪ থেকে ১৬ বছরের জেল দেওয়া হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply