Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের কাছে কাস্টিং কাউচের শিকার, বিস্ফোরক উর্ফি




ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের কাছে কাস্টিং কাউচের শিকার, বিস্ফোরক উর্ফি নিজস্ব প্রতিবেদন: বিনোদনের জগতের অন্যতম দুঃখজনক বাস্তব হল কাস্টিং কাউচ(Casting Couch)। প্রায়শই এই কাস্টিং কাউচ নিয়ে মুখে খোলেন অভিনেতারা। সম্প্রতি নিজের অভিনয় কেরিয়ারের এই অন্যতম খারাপ অভিজ্ঞতা শেয়ার করেন বিগবস ওটিটি খ্যাত উর্ফি জাভেদ(Urfi Javed)। একটি সাক্ষাৎকারে উর্ফি বলেন তাঁকে কাস্টিং কাউচে বাধ্য করে ইন্ডাস্ট্রির কিছু নামী দামি ব্যক্তিত্ব। সেই সব প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ভীতসন্ত্রস্তও উর্ফি। কেরিয়ারের শুরুতেই কাস্টিং কাউচের প্রকোপে পড়েছিলেন উর্ফি। উর্ফি বলেন,'প্রত্যেকটি মেয়ের মতোই, আমারও কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তবে একবারই এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আমাকে। আমাকে জোর করা হয়েছিল কিন্তু আমি অনেক কষ্টে কোনওমতে পালিয়ে আসি। আমার এ ব্যাপারে নিজেকে লাকি মনে হয়। কারণ ইন্ডাস্ট্রির এই লোকগুলি খুবই ক্ষমতাশালী। যেকোনও সময় এরা ইন্ডাস্ট্রি থেকে আমাকে বের করে দিতে পারে। আমি ঐ সব প্রভাবশালী ব্যক্তির নাম বলব না, তাহলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে।'

বারংবার নিজের পোশাকের কারণে ট্রোলের শিকার হতে হয় উর্ফিকে। কেউ কেউ তাঁর সাহসী পোশাকের প্রশংসা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ট্রোল হতে হয় তাঁকে। উর্ফি বলেন, 'ট্রোলিংকে আমি ট্রোল করি। এগুলো আমার উপর কোনও প্রভাব ফেলে না। এইসব ট্রোলিং আমার কেরিয়ার নষ্ট করতে পারবে না। আমি কেরিয়ারের এমন এক জায়গায় আছি যে এরা আর আমার কোনও ক্ষতি করতে পারবে না। আমি ট্রোলারদের পাত্তা দিই না।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply