Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা




আবারও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার( ২৩ ডিসেম্বর) কলকাতার মহারাষ্ট্র নিবাসে পুরভোটে জয়ী তৃণমূলের স

ভায় নতুন মেয়রের নাম ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, এছাড়া ডেপুটি মেয়র হয়েছে অতীন ঘোষ। এছাড়া কলকাতা পুরসভার চেয়ারম্যান হয়েছে মালা রায়। বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের জয়ী ১৩৪ জন কাউন্সিলরকে অভিনন্দন জানান। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৩৪ জন কাউন্সিলরকেই আমার অভিনন্দন জানাচ্ছি। এই জয় তৃণমূল কংগ্রেসের জয় নয়। তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেদিন আমি তৃণমূল তৈরি করি, আমার একটাই উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরি করেছি। অনেকের কুৎসা, চরিত্র হননের পরও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই দাম দিতেই হবে।” আরও পড়ুনঃ পাঞ্জাবে-আদালতে-বোমা-বিস্ফোরণ-নিহত-২ পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কলকাতা পুরসভার চেয়ারম্যান হিসাবে মালা রায়ের নাম প্রস্তাব করেন। কলকাতা পুরসভার দলনেতা হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করেন বক্সী। দুই প্রস্তাবেই উঠে আসে সমর্থনের হাত। এছাড়া ১৩ জন মেয়র পরিষদের সদস্য হয়েছেন। তারা হলেন দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, স্বপন সমাদ্দারের। এর আগে কলকাতার পুরো ভোটে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টি ওয়ার্ডে জিতে ভূমিধস বিজয় পায় তৃণমূল কংগ্রেস। এছাড়া ৩টি ওয়ার্ডে জয় পায় বিজেপি। এছাড়া বাম জোট এবং কংগ্রেস প্রার্থী ২টি করে ওয়ার্ডে জয়ী হয়। এছাড়া ৩ জন নির্দল প্রার্থী জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply