Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক 'জেমস ওয়েব'




মহাকাশযাত্রার মাধ্যমে ইতিহাস গড়ল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী টেলিস্কোপ 'জেমস ওয়েব'। শনিবার (২৫ ডিসেম্বর) ফ্রেঞ্চ গায়ানার কোউরু মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে দূরবীক্ষণ যন্ত্রটি। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক হবে এই 'জেমস ওয়েব'। শনিবার নতুন এক ইতিহাসের সাক্ষী হলো দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানার কোউরু মহাকাশ কেন্দ্র। এদিন কেন্দ্রটি থেকে মহাকাশে যাত্রা করল এ যাবৎকালের সবচেয়ে বড় মহাকাশ বিষয়ক দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব। বিবিসি জানায়, এর নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো চন্দ্রাভিযানের অন্যতম স্থপতির নামে। মহাশূন্যে বর্তমানে হাবল নামে যে দূরবীক্ষণ যন্ত্রটি আছে তার উত্তরসূরী হবে জেমস ওয়েব। এটি দিয়ে মহাশূন্যের এমন জায়গা পর্যন্ত দেখতে পাওয়া যাবে যা আগে কখনও সম্ভব হয়নি। আরও পড়ুন: ওমিক্রনের তাণ্ডবে সতর্ক ভারত এই যন্ত্রটিতে রয়েছে সাড়ে ছয় মিটার প্রশস্ত সোনালী আয়না। হাবলের চেয়ে প্রায় তিনগুণ বড় এবং একশগুণ বেশি শক্তিশালী জেমস ওয়েব। যা তৈরিতে খরচ হয়েছে এক হাজার কোটি ডলার। যন্ত্রটি দিয়ে দূরে অবস্থিত গ্রহগুলোর বায়ুমণ্ডল, আবহাওয়া সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। এমনকি বিগ ব্যাং থিওরির অনুসন্ধানও হবে জেমস দিয়ে। এ দূরবীক্ষণযন্ত্রটি তৈরিতে নেতৃত্ব দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এছাড়াও কাজ করেছে ইউরোপ ও কানাডার মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলীরা। তারা বলেছেন, যে কক্ষপথে যন্ত্রটি স্থাপিত হবে তা পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে তাপমাত্রা হচ্ছে মাইনাস ২৩৩ ডিগ্রি সেলসিয়াস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply