Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা




পৃথিবীতে ভয়ঙ্কর স্থানগুলোর তালিকা তৈরি করলে বলিভিয়ার মৃত্যুর রাস্তা নামে খ্যাত রাস্তাটির নাম চলে আসে। এল ক্যামিনো দে লা মুয়ের্তে নামের এই রাস্তাটি মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক রাস্তা। এই রাস্তাটিতে গাড়ি চালাতে ভ্রমনকারীরা যেমন ভয় পান। তেমনি এই সড়কে অন্যদের গাড়ি চালাতে দেখলে পথচারীরাও আতঙ্কিত হন। এমনকি এই রাস্তাতে যাত্রী হওয়ার আশা করাও ভুল। বলিভিয়াতে রাস্তাটির বেশ কুখ্যাতি রয়েছে। রাস্তাটির সরকারি নাম উত্তর ইউঙ্গাস রোড। উত্তর ইউঙ্গাস রোডটি ১৫০০ ফুটেরও বেশি উচ্চতায় আমাজন রেইনফরেস্টের মধ্য দিয়ে অনিশ্চিতভাবে একে বেঁকে চলে গেছে। বছরে প্রায় ২০০ থেকে ৩০০ জন মানুষ এই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। আশ্চর্যের বিষয় হল, এতো মানুষ যাতায়াত করে প্রাণ হারানোর পরেও রাস্তাটি কখনোই সুরক্ষিত হয়নি। ৫০ মাইল দীর্ঘ এই মৃত্যুর রাস্তাটি ১৯৩০-এর দশকে প্যারাগুয়ের একদল বন্দি দ্বারা তৈরি করা হয়েছিল। রাস্তাটি নির্মাণের পর কয়েক দশক ধরে এটি একটি একমুখী রাস্তা ছিল এবং দুঃখজনকভাবে শত শত মানুষ এই রাস্তাটি অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আরও পড়ুন: কারাগারে আত্মহত্যার চেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের এই রাস্তাটির একটি বিশেষ স্থান রয়েছে। যা ডেভিল কার্ভস বা শয়তানের বক্ররেখা নামে পরিচিত। স্থানটি এই সড়কে ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনার স্থান। এখানে একটি বাস দুর্ঘটনায় ১০০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। আজ অবধি ২০টিরও বেশি বাইকার পুরো রাস্তাটি বাইক চালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বর্তমানে এই রাস্তাটি কিছুটা সংস্কার করার কারণে এখানে দুর্ঘটনার আশঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply