Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সুদানে জান্তাবিরোধী বিক্ষোভে আটক ১১৪




জান্তা বিরোধী আন্দোলনে উত্তাল সুদান। শনিবার সুদানের রাজধানী খারতুমে অভ্যুথানবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫৮ জন পুলিশ সদস্য। বিক্ষোভের জেরে আটক করা হয়েছে অন্তত ১১৪ জনকে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। এরইমধ্যে শহরজুড়ে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সেনাশাসনবিরোধী আন্দোলনে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে সুদানে। সেনা অভ্যুত্থানের দুই মাস পূর্তি উপলক্ষে গেল শনিবার রাজধানী খার্তুমের পথে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। তারা সবাই প্রেসিডেন্সি প্যালেসের দিকে অগ্রসর হন। এসময় বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তোলেন বিক্ষোভকারীরা। এদিন বিক্ষোভে অংশ নিতে বিভিন্ন শহর থেকেও জড়ো হতে থাকে সাধারণ মানুষ। আরও পড়ুন: সু চির মামলার রায় ঘোষণা ফের পেছাল বিক্ষোভ দমাতে ধরপাকড় চলছে দেশটির নিরাপত্তাবাহিনীর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়। এসময় হাসপাতালে হামলা চালানোর অভিযোগ পাওয়া যায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। এ হামলায় বেশ কয়েকজন চিকিৎসক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় গণমাধ্যম। এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অনেকে আহত হয়েছেন বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। এর আগে দেশটির চিকিসৎসকদের এক কমিটি জানিয়েছে, প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে সুদানে আহত হয়েছেন ১৭৮ জন। প্রাণ হারিয়েছেন অন্তত ৪৮ জন। গত ২১ নভেম্বর দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদোককে পুনরায় ক্ষমতা হস্তান্তরের পরও বিক্ষোভ করছে সাধারণ মানুষ। তাদের দাবী, সরকার পরিচালনায় সেনাবাহিনীর কোনো হাত থাকবে না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply