Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বোলারদের কল্যাণে টিকে রইল ইংল্যান্ড




বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে এখনো টিকে থাকার ইঙ্গিত দিয়েছে জো রুটের দল। দুই দলের প্রথম ইনিংস শেষে ৮২ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। এক উইকেটে ৬১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় দিনেই রানের পাহাড় গড়বে স্বাগতিক দলটি। তবে তৃতীয় দিনে ইংলিশ পেসারদের কল্যাণে ম্যাচে ফিরেছে সফরকারীরা। জিমি আন্ডারসনের বোলিং তোপে প্রথম ইনিংসে অজিরা গুটিয়ে গেছে ২৬৭ রানে। চলতি অ্যাশেজ বাঁচাতে মেলবোর্ন টেস্টে জয়ের বিকল্প নেই জো রুটের দলের সামনে। অ্যান্ডারসন বাদে দুই উইকট শিকার করেছেন ওলি রবিনসন ও মার্ক উড। একটি করে উইকেট নিজেদের দখলে রেখেছেন জ্যাক লিচ ও বেন স্টোকস। বক্সিং ডে টেস্টে অজিদের ব্যাটিং ব্যর্থতার দিনে জাত চিনিয়েছেন ওপেনার মার্কাস হ্যারিস। প্রথম দুই টেস্টে ব্যর্থতার বলয়ে থাকা এই ব্যাটার মেলবোর্নে খেলেছেন ৭৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। দলের বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তবে এরপরেও প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডের চেয়ে ৮২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন ও অ্যাডিলেডে জয় তুলে নিয়ে ইতোমধ্যে ২-০ তে সিরিজে এগিয়ে প্যাট কামিন্সের দল। সংক্ষিপ্ত স্কোরবোর্ড ইংল্যান্ড ১৮৫/১০ অস্ট্রেলিয়া ২৬৭/১০






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply