Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কোনও ভুল করিনি, তবু নচিদা আমার সঙ্গে গান করেনি সাড়ে ৮ বছর, সোজাসাপ্টা লোপামুদ্রা




দু’জনেই গানের মানুষ। গানকে কেন্দ্র করেই আবর্তিত জীবন। গানকে ঘিরেই বন্ধুত্ব। আবার এক গানের অনুষ্ঠানেই আলগা হয়েছিল সম্পর্কের বাঁধন। আনন্দবাজার অনলাইনের লাইভে নচিকেতা চক্রবর্তীকে নিয়ে অকপট লোপামুদ্রা মিত্র। গায়িকা জানালেন, সাড়ে আট বছর তাঁর সঙ্গে এক মঞ্চে গান করেননি নচিকেতা। অনেক বছর একটি অনুষ্ঠানকে ঘিরে মনোমালিন্যের সূত্রপাত। লোপামুদ্রা বললেন, “একটা অনুষ্ঠান ছিল। ‘নচিকেতা নাইট।’ সেখানে নচিদা, আমার আর মনোময়ের গান গাওয়ার কথা। নচিদা তখন বিরাট জায়গায়। সেই অনুষ্ঠানের দিন নচিদা আমায় বলেছিল, ওর আরও একটি জায়গায় অনুষ্ঠান আছে। তাই ওকে আগে ছেড়ে দিতে হবে। কিন্তু আমি সেটা করতে পারিনি। সেই রাগে-অভিমানে নচিদা আমার সঙ্গে সাড়ে আট বছর অনুষ্ঠান করেনি।” কিন্তু সময়ের সঙ্গে অভিমানের বরফ গলে। নচিকেতা নিজেই লোপামুদ্রার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেন। গায়িকা বললেন, “নচিদার বোধ হয় মনে হয়েছিল, আমার সঙ্গে সব ঠিক করে নেবে। এ রকম ঘটেছে যে, আমি আর নচিদা একই অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পেয়েছি। আমি ম্যানেজারকে বলে দিয়েছিলাম, নচিদা আমার সঙ্গে অনুষ্ঠান করবে কি না সেটা জেনে নিতে।” অনুষ্ঠানে নচিকেতা যাতে তাঁর সুবিধা মতো সময়ে গান গাইতে পারেন, সে বিষয়েও সহকারীকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন লোপামুদ্রা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply