ঢাকা টেস্টে সম্ভাব্য একাদশ
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণে সম্মানজনক স্কোর গড়া সম্ভব হয়নি। যে কারণে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের কোনো বিকল্প নেই। তা না হলে টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ দল।
চট্টগ্রাম টেস্টে হারলেও ঢাকা টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। এমনটি জানিয়ে অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, আমাদের শক্তি হলো ব্যাটিং। দুই থেকে আড়াই দিন বা পাঁচ-ছয় সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে খেলায় ফিরতে পারব। অবশ্যই আমি আশাবাদী। কেউই তো ম্যাচ হারার জন্য মাঠে নামে না। আমরা অবশ্যই জেতার জন্যই নামব।
ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হয়নি সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদের। ঢাকা টেস্টে তারা থাকছেন। ঢাকা টেস্টে সাকিব আল হাসানের উপস্থিতিতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে।
পাকিস্তানের বিপক্ষে ১০টি টেস্ট খেলে একটিতে ড্র আর ৯টিতে হেরেছে বাংলাদেশ। সব মিলে বাংলাদেশ ১২২টি টেস্ট খেলে জয়ের মুখ দেখেছে মাত্র ১৪টিতে। বাকি ৯২টিতে হেরেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ/মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলি, সাজিদ খান, নুমান আলি ও শাহিন আফ্রিদি।
Tag: English News games lid news
No comments: