Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » India vs South Africa: KL Rahul-এর দুরন্ত সেঞ্চুরি, প্রথম দিনের শেষে ভারত ২৭২/৩




কেএল রাহুল ফের একবার নিজের জাত চেনালেন। প্রথম দিনের শেষেই ভারতকে নিয়ে গেল দারুণ জায়গায়। করলেন অপরাজিত শতরান। নিজস্ব প্রতিবেদন: ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে ভারত প্রথম দিনের শেষেই দারুণ জায়গায়। রবিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (SA VS IND) তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরু হয়েছে। বক্সিং-ডে টেস্টে মুখোমুখি বিরাট কোহলি (Virat Kohli) বনাম ডিন এলগার (Dean Elgar)। প্রথম দিনেই লাইমলাইট কেড়ে নিলেন রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। রাহুলের অপরাজিত ১২২ রানের ইনিংসের সৌজন্যে ভারত দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৭২ রান তুলল স্কোরবোর্ডে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এদিন টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। রাহুল-ময়াঙ্ক আগরওয়াল এদিন ওপেন করতে নেমে ১১৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। এই দুই ওপেনারের সুবাদেই ভারতের শুরুটা দারুণ মেজাজে হয়। ময়াঙ্ক এদিন ৬০ রান করে লুঙ্গি নিদির বলে এলবিডব্লিউ হয়ে যান। ময়ঙ্ক তাঁর টেস্ট কেরিয়ায়ে ৬ নম্বর হাফ-সেঞ্চুরি করেন। ময়াঙ্ক ফেরার পর তিনে নামেন চেতেশ্বর পূজারা। তিনে ব্যাট করতে নেমে প্রথম বলেই ডাক হন পূজারা। আবারও ব্যর্থতা সঙ্গী হয় তাঁর। লুঙ্গি নিদির প্রথম বলই পূজারার ব্যাটে লেগে উঠে যায়। পরিবর্ত ফিল্ডার কিগান পিটারসেন ডাইভ দিয়ে দারুণ ক্যাচ তালুবন্দি করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply