Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » প্রয়োজনে রাহুল গান্ধির জন্য জীবন দেব: প্রিয়াঙ্কা গান্ধি




ভাই রাহুল গান্ধির জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। রোববার পাঞ্জাবে বিধানসভা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভাই-বোনের মধ্যে যে ফাটল শুরুর দাবি করেছেন, তা-ও উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। নির্বাচনের আমেজ এখন ভারতজুড়ে। দেশটির পাঁচটি রাজ্যে চলতি মাসেই বিধানসভার ভোট হচ্ছে। প্রচারণায় অংশ নিয়ে বিরোধী দলকে কথায় নাস্তানাবুদ করছেন নেতারা। রোববার কংগ্রেসের দুই শক্তিশালী মুখ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে অভিযোগ আনেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, ভাইবোনের সম্পর্কে ফাটল ধরেছে। আর সে কারণেই রাজ্যের চলমান বিধানসভা ভোটে ভরাডুবি হবে কংগ্রেসের। আরও পড়ুন: কাবুলে তালেবানের হাতে বন্দি ২৯ নারী এদিন পাঞ্জাবে এক নির্বাচনী জনসভায় অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধি। পরে তাকে সাংবাদিকরা যোগীর অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে প্রিয়াঙ্কা বলেন, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। প্রয়োজন পড়লে দুজনই দুজনের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানান তিনি। উল্টো যোগী আর বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ফাটল রয়েছে বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। উত্তর প্রদেশের চলমান বিধানসভা নির্বাচনে এখনো মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করতে পারেনি কংগ্রেস। প্রিয়াঙ্কা সেখানে দলের মুখ হয়ে প্রচারণা চালাচ্ছেন। এদিকে উত্তর প্রদেশ, গোয়া ও উত্তরাখণ্ডে বিধানসভার ভোট শুরু হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় দফার ভোট চলছে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ৫৫টি আসনে ৫৮৬ জন প্রার্থী লড়াই করছেন। এর আগে ২০১৭ সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে ৪০টিতে জয়ী হয়েছিল বিজেপি। আর সমাজবাদী পার্টি পেয়েছিল ১৩টি আসন। রাজ্যটিতে সাত দফায় হচ্ছে এবারের বিধানসভার ভোটগ্রহণ। ফলাফল প্রকাশ হবে আগামী ১০ মার্চ। অন্যদিকে, উত্তরাখণ্ডের ৭০টি ও গোয়ার ৪০টি আসনে ভোট হচ্ছে আজ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply