Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৮৮ রানে জিতে গেল বাংলাদেশ




ওভাররেটের ঝামেলা যতটা সম্ভব কমাতে স্পিনারদের আনছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ এসেছেন ৪৫তম ওভারে। তৃতীয় বলে তাঁকে উড়িয়ে মেরেছিলেন মুজিব। সীমানাপ্রান্তে বলটা ধরে ফেলেন মাহমুদুল, কিন্তু শরীরের নিয়ন্ত্রণ ছিল না তাঁর। সীমানাদড়িতে পা পড়ছে দেখে বলটা বাতাসে ভাসিয়ে দড়ির ওপাশে এক পা রেখেই আবার ভেতরের দিকে লাফ দিলেন। লাফাতে থাকা অবস্থায় আবার বল ধরে নিলেন! আউট মুজিব। বিজ্ঞাপন ১৮: ৫৯, ফেব্রুয়ারি ২৫ শুধু শুধুই অপেক্ষা ক্রিকেটের অনিশ্চয়তার গর্বকে যথাযথ সম্মানপ্রদর্শনপূর্বক বলা যায়, এই ম্যাচে আর কোনো নাটকীয়তা হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। বাংলাদেশই জিততে চলেছে! কিন্তু আফগানিস্তান অলআউট হয়ে গেলে যেখানে অর্থহীন এই প্রতিদ্বন্দ্বীতা শেষ হয়ে যেত, সেটিই যেন হতেই চাইছে না! ৪৪ ওভার শেষে ৮ উইকেটে ২১৬ রান আফগানদের। বিজ্ঞাপন ১৮: ৫৪, ফেব্রুয়ারি ২৫ চোখের নিমিষেই সাকিবের ওভার শেষ ৪২তম ওভারে ৪ রান দিয়েছেন সাকিব। তবে ওভারটি যেন মিনিট দুয়েকের মধ্যেই শেষ হয়ে গেছে! বাংলাদেশের যে ওভাররেটের তাড়া! ৪২ ওভারে ৮ উইকেটে ২১০ রান আফগানিস্তানের। তাদের জয়-পরাজয়ের সমীকরণ? ৪৮ বলে ৯৭ রান দরকার তাদের। ১৮: ৫২, ফেব্রুয়ারি ২৫ পয়েন্ট কাটা পড়বে বাংলাদেশের? ম্যাচে দুই দলই ওভার শেষ করার ক্ষেত্রে যেন ধীরে চলার নীতিতে চলছে! আফগানিস্তান তাদের ৫০ ওভার শেষ করতে ৩২ মিনিট বেশি সময় নিয়েছে। বাংলাদেশকে যদি ৫০ ওভারের পুরোটাই শেষ করতে হয়, সে ক্ষেত্রে চার ঘন্টার মতো লেগে যেতে পারে! এরই মধ্যে বাংলাদেশের বোলিংয়ে ৩ ঘন্টা ২০ মিনিট হয়ে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের বাছাই হিসেবে আয়োজিত সুপার লিগে কোনো দল বেশি সময় নিলে তাদের পয়েন্ট কাটা যাবে। সে ক্ষেত্রে আফগানিস্তানকে দ্রুতই অলআউট করা এখন বাংলাদেশের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। ১৮: ৪৮, ফেব্রুয়ারি ২৫ ছক্কা, চার...বোল্ড! প্রথম বলটাতে প্যাডের ওপর কাটার মেরেছিলেন মোস্তাফিজ, ফ্লিকে সেটিকে সীমানার বাইরে আছড়ে ফেলেন রশিদ খান। পরের বলে আবার কাটার মোস্তাফিজের, তবে এবার অফ স্টাম্পের বাইরে। কাভার ড্রাইভে এবার চার রশিদের। মোস্তাফিজের জবাব এল তৃতীয় বলে। এবারও কাটার, ফুল লেংথে। এক পা পেছনে সরে নিজেকেই নিজে ইয়র্ক করলেন রশিদ। ভুলটা বুঝি সেখানেই হলো! ফ্লিক করতে চেয়েছিলেন, কিন্তু হলো না! স্টাম্পে আঘাত হানলেন মোস্তাফিজ। ২৬ বলে ২৯ রান করে রশিদ আউট। আর দুই উইকেট দূরে বাংলাদেশের জয়। ৪১ ওভার শেষে আফগানিস্তান ২০৬/৮। বিজ্ঞাপন ১৮: ৩৩, ফেব্রুয়ারি ২৫ মিরাজ ফেরালেন নবীকে আফগানিস্তানের শেষ আশাটুকুও কি নিভে গেল? অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিরিয়েছেন মোহাম্মদ নবীকে। ৩৮ বলে ৩২ রান করে লং অফে আফিফ হোসেনকে ক্যাচ দিয়েছেন তিনি। আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৮৪। ১৮: ২৬, ফেব্রুয়ারি ২৫ ৮৪ বলে ১২৮ রান দরকার আফগানিস্তানের ৩৬ ওভার শেষে ৬ উইকেটে ১৭৯ রান তুলেছে আফগানিস্তান। জয়ের জন্য ৮৪ বলে এখনো ১২৮ রান দরকার তাদের। ওভারপ্রতি প্রয়োজন ১০ রান করে। এই জায়গা থেকে ম্যাচটা জেতা আফগানিস্তানের জন্য কিছুটা কঠিনই। তবে অসম্ভব নয়। রশিদ ও নবী—দুজনই টি–টোয়েন্টির বড় তারকা। ব্যাটটা তাঁরা চালাতে পারেন ভালোই। বিজ্ঞাপন ১৮: ২৩, ফেব্রুয়ারি ২৫ ইয়াসির চেষ্টা করেছিলেন তাসকিন আহমেদের করা ৩৬ তম ওভারের তৃতীয় বলে মিড উইকেটের দিকে তুলে মেরেছিলের রশিদ খান। দৌড়ে এসেছিলেন ফিল্ডার ইয়াসির আলীও। কিন্তু বলটি পড়ল তাঁর অনেক সামনে। চেষ্টা করেছিলেন ইয়াসির। ১৮: ২১, ফেব্রুয়ারি ২৫ ১০ রান দিলেন শরীফুল ৩৫ তম ওভারটিতে ১০ রান দিলেন বাঁ হাতি পেসার শরীফুল ইসলাম। উইকেটে এ মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে বড় দুই তারকা—মোহাম্মদ নবী ও রশিদ খান। ৩৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৭৫। তাঁর বিদায়ের পর উইকেটে এসেছেন মুজিব উর রেহমান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply